শিক্ষা উপকরণ বিতরণ উৎসব পর্ব-০১(Feast of educational materials distributed – 01)

এনসটিএফ শেরপুর জেলা সর্বদা ব্যতিক্রমতা নিয়েই শিশুদের সামনে হাজির হয়।আজ সবাইকে জানাই বন্ধু দিবসের শুভেচ্ছা।কি করা যায়, এমনটা ভাবেতই এমন শিশুদের জন্য কিছু করতে ইচ্ছে করল, যাদের বন্ধুত্ব তাদের পড়াশোনার প্রতি । তাই শেরপুর জেলার মেধাবী কিছু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও জেলা এনসিটিএফ এর বার্ষিক মুখপত্র ‘শিশু স্বপ্ন’ তুলে দেয় এনসিটিএফ শেরপুর জেলার কার্যনির্বাহী কমিটির সদস্যরা।হাতে নতুন বই খাতা ও শিক্ষার আরও নানা উপকরণ পেয়ে কোমল এই শিশুরা খুব খুশি হয় !
আসুন শিশুদের মুখে হাসি ফোটানোর এই কাজে যোগদান করি সবাই, সামান্য কিছু অবদান বদলে দেবে সমগ্র বাংলাদশের রূপরেখা।

জেলা কমিটির পক্ষে-
দূর্জয় সরকার তীর্থ
সভাপতি,
এনসিটিএফ, শেরপুর