বাদাম বেইচা কেমনে স্যার হমু
গরীব বা ধনী হোক সবারই স্বপ্ন আছে। স্বপ্ন কখন জাতি ভেদে হয় না। স্বপ্ন দেখার অধিকার সবার আছে।যে বয়সে লেখাপড়া করার কথা ঠিক সেই বয়সে অনেক শিশু তার পরিবারের জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন শ্রমে নিয়োজিত থাকে।শ্রম যে ধরনের হোক না কেনো চায় শুধু দুবেলা দুমুঠো ভাত।শিশুটির নাম উজ্বল (১০)বেউথা বস্তিতে থাকে দুর থেকে তার কন্ঠে শোনা য়ায “বাদাম লইবেন ভাই বাদাম “তাকে এ কাজ কর কেন প্রশ্ন করলে জানায় “বাবা নাই মা বাইততে বাইততে কাম করে। মা যা কামায় তাতে আমাগো অই না তাই বাদাম বেচি “।সে আরো জানায় প্রতিদিন তার (১৫০-১৮০) পর্যন্ত আয় হয়।তার স্বপ্নের কথা জানতে চাইলে সে বলে “ইচ্ছা ছিল স্যার হমু পোলাপানে আমারে সালাম দিব।এহন আর স্কুলে জাইতে পারি না। বাদাম বেচুম না স্কুলে যামু।”
আমাদের সমাজে অনেক শিশু আছে যারা লেখাপড়া করতে চায়। কিন্ত আর্থিক অভাবের কারনে তাদের স্বপ্ন শুধুই স্বপ্নই রয়ে যায়।
শিশু সাংবাদিক
আবুল হাসানাত
NCTF জেলা কমিটি মানিকগঞ্জ