এনসিটিএফ নওঁগা জেলার বৃক্ষ রোপন ও বিতরণ কর্মসূচি
১৬/০৮/২০১৬ ইং তারিখে এনসিটিএফ নওঁগা জেলায় বৃক্ষ রোপন ও বিতরণ কর্মসূচিতে ৫ টি বিদ্যালয়ে বৃক্ষ বিতরন করা হয়েছে।বিদ্যালয়গুলোর নাম যথাক্রমে জনকল্যান মডেল উচ্চ বিদ্যালয়,সেন্ট্রাল গার্লস্ হাই স্কুল,চক এনায়েত উচ্চ বিদ্যালয়,মর্ছুলা বালিকা উচ্চ বিদ্যালয় ও কে ডি সরকারী উচ্চ বিদ্যলয় নওগাঁ। এ ৫ টি বিদ্যালয়ে ফলজ,বনজ ও ঔষধী বৃক্ষ মিলে সর্বমোট ১০০ টি বৃক্ষ বিতরন করা হয়। বৃক্ষ বিতরনের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিটিএফ নওগাঁ জেলার উপদেষ্টা প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান, অন্যান্য উপদেষ্টা মোঃ রফিকুদ্দৌলা রাব্বি, মোঃ কায়েস উদ্দিন, শিশু বিষয়ক কর্মকর্তা জনাব মোঃ তহিদুল ইসলাম সাধারন সম্পাদক : নাসিবুল হাসান।সাংগঠানিক সম্পাদক : ওয়ালিউল আলভি।সহসভাপতি: আহসানা আশা।যুগ্ম সাধারন সম্পাদক: প্রিয়া। শিশু সাংবাদিক : প্রশান্ত কুমার সান্যাল। সি পি এম (ছেলে): মোঃ পলাশ হোসেন। সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগণ।উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এনসিটিএফ এর সভাপতি আমির তাহেরী উদয় এবং উক্ত অনুষ্ঠানে সহযোগীতা করে ডিভিদের শরিফ সিকদার শাহিন ও মিফতাহুল জান্নাত সহ এনসিটিএফ এর অন্যান্য সদস্যরা। প্রত্যেকটি বিদ্যালয়ে চারা বিতরনের পর এনসিটিএফ এর সদস্য ও উপদেষ্টা গণ মিলে একাডেমীর প্রাঙ্গনে দুইটি ফলজ চারা রোপন এর মাধ্যমে উক্ত কর্মসূচির সমাপ্ত করা হয়।