রাজশাহী এনসিটিএফ এর প্রশিক্ষণ অনুষ্ঠিত
গত ৩০ এবং ৩১ আগষ্ট জেলার শিশু একাডেমীতে এনসিটিএফ রাজশাহী জেলা কার্যনির্বাহী কমিটি এবং সাধারন সদস্যদের দুইদিন ব্যাপি প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। শিশু অধিকার, জীবন দক্ষতা, নিউজলেটার প্রকাশনা, আইসিটি এবং এনসিটিএফ অপারেশন বিষয়ক দুইদিন ব্যাপি এই প্রশিক্ষনে এনসিটিএফ রাজশাহী জেলার কার্যনির্বাহী কমিটির ১১ জন এবং সাধারন সদস্য ৯ জন অংশগ্রহন করে। ৩০ আগষ্ট প্রশিক্ষনের উদ্ভোধন করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা উমা রানী দাস, বাংলাদেশ শিশু একাডেমী, রাজশাহী এবং ৩১ আগষ্ট প্রশিক্ষনের সমাপ্ত ঘোষণা করেন জিনিয়া বিনতে জাহিদ মৌরিন, সভাপতি, ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স, রাজশাহী । প্রশিক্ষন কর্মশালায় অংশগ্রহনকারী শিশুরা শিশু অধিকার, জীবন দক্ষতা, নিউজলেটার প্রকাশনা, আইসিটি এবং এনসিটিএফ অপারেশন থেকে শুরু করে বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারে।