১৯ সেপ্টেম্বর ২০১৬, এনসিটিএফ নওগাঁ আয়োজন করে ঈদ পুনর্মিলনী ও ঈদ উৎসবের। এই উৎসবে এনসটিএফ জেলা কমিটির সদস্যরা নিজ উদ্যোগে ১৫-২০ জন সুবিধাবঞ্চিত শিশুদের আমন্ত্রণ জানায়। তাদের সাথে নিজেদের ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়াই ছিল এই উৎসবের মূল উদ্দেশ্য।
এনসিটিএফ এর সাবেক কমিটির সদস্যদেরও পুনর্মিলনীতে জন্য আমন্ত্রণ জানানো হয়। সকাল থেকেই এনসিটিএফ এর বর্তমান কমিটির সদস্যরা রান্নাবান্না ও উৎসবের জন্য প্রস্তুতি নিতে শুরু করে। দুপুরে সাবেক কমিটির আমন্ত্রিত সদস্য ও আমন্ত্রিত শিশুরা এসে উপস্থিত হয়। এনসিটিএফ এর সদস্যরা শিশুদের সাথে হৈ-হুল্লোড়ে মেতে ওঠে। শিশুরাও অনেক খুশি হয় এভাবে আনন্দ করতে পেরে।
শিশুদেরকে বিদায় জানিয়ে এনসিটিএফ এর সাবেক ও বর্তমান কিছু সদস্য অনানুষ্ঠানিকভাবে মতবিনিময় শুরু করেন। উৎসব সম্পর্কে নিজেদের ভালোলাগা-মন্দলাগা ও অন্যান্য অনুভূতিগুলো পরস্পরের সাথে বিনিময় করেন। এনসিটিএফ এর বর্তমান কমিটির অগ্রগতি নিয়ে সাবেক কমিটির সদস্যরা আলোচনা করেন। সবশেষে সবাইকে বিদায় জানিয়ে একটি আনন্দময় উৎসবের স্মৃতি নিয়ে বাড়ি ফেরে সবাই।
[ 19 September 2016, NCTF Naogaon district arranged an Eid reunion and eid festival. The District Committee member invites around 20 underprivileged children in the festival. Main objective of the festival was to share the joy of Eid. The district former NCTF committee members were also invited in the festival. All NCTF members and invited children were so happy to be able to rejoice. NCTF former committee members have discussed the progress of NCTF Committee Work of the present committee activities. ]