মানিকগঞ্জ জেলা এনসিটিএফ এর প্রশিক্ষণ অনুষ্ঠিত
সফলভাবে অনুষ্ঠিত হয়ে গেলো মানিকগঞ্জ জেলা এনসিটিএফ মানিকগঞ্জ জেলা কতৃক আয়োজিত এবং সেভ্য দি চিলড্রেন, প্লান ইন্টারন্যাশনাল এবং বাংলাদেশ শিশু একাডেমীর সহযোগিতায় “শিশু অধিকার,জীবন দক্ষতা এবং এনসিটিএফ অপারেশন সম্পর্কিত দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী।”উক্ত প্রশিক্ষণ কর্মসূচীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় এবং বাংলাদেশ শিশু একাডেমীর শিশু বিষয়ক কর্মকর্তা। উক্ত প্রশিক্ষণ-এর প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সুমনা ইসলাম শিল্পী, সেন্টার ইউথ ভলেন্টিয়ার(CYV)। উক্ত প্রশিক্ষন কর্মসূচীতে অংশগ্রহণ করে এনসিটিএফ মানিকগঞ্জ জেলার কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং সাধারণ সদস্যগণ।
Manikganj NCTF committee received a capacity building training
NCTF Manikganj district committee was successfully received two days capacity building training in September 2016 on “Childs rights, Life skills, ICT, Newsletter publishing and regular NCTF operation”. The district Additional Deputy Commissioner and Children Affair Officer of Manikganj was present as the guest of the training. The Central Youth Volunteer (CYV) of Save the Children, Sumona Islam was present as an instructor of the training. NCTF Manikkganj district executive committee member and general member was participated in the training.