শিশু অধিকার নিয়ে সংবাদ সম্মেলন
বাংলাদেশ শিশু একাডেমির সহযোগিতায় এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আয়োজনে জেলা পর্যায়ে শিশু অধিকার পরিস্থিতি বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৫ অক্টোবর ২০১৬ইং বুধবার সকালে শহরের পুরাতন জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মোমেন তালুকদার জানান, জেলায় শিশুরা প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছেন। এসব শিশু তাদের সংসারে অভাবের তাড়নায় রাস্তায় কাগজ কুড়াতে, রিক্সা, ঠেলাগাড়ি, অটোরিক্সা চালনা করতে, গাড়িতে হেলপারের কাজ করতে, ওয়ার্কশপে ওয়েল্ডিংয়ের কাজ করতে দেখা গেছে। এছাড়াও বালি-পাথর শ্রমিকের কাজ, মাছ শিকারের পেশায় নিয়োজিত রয়েছে শিশুরা। অনেক শিশু রয়েছে তারা পারিবারিক
কলহে পড়ে নানাভাবে নির্যাতিত হচ্ছে। শিশুদের জীবনমান উন্নয়নে অভিভাবকসহ সকল শ্রেণী পেশার মানুষ সচেতন হওয়া উচিৎ।
সংবাদ সম্মেলনে সংগঠনের সহ-সভাপতি তাসলিমা আক্তার, সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান, শিশু সাংবাদিক কামরুল হাসান, ভলান্টিয়ার জলি রায় উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন।