ভোলায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০১৬ উদযাপন
“থাকবে শিশু সবার মাঝে ভালো, দেশ সমাজ পরিবারে জ্বালবে আশার আলো” এই স্লোগনকে সামনে রেখে জেলা প্রশাসন, বাংলাদেশ শিশু একাডেমী ভোলা ও এনসিটিএফ ভোলা জেলা এর আয়োজনে ভোলায় পালিত হয় বিশ্ব শিশু দিবস ও শিশু আধিকার সপ্তাহ-২০১৬।
২৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ৮:৩০ মিনিটে জেলা প্রশাসক ভোলা এর কার্যালয়ের সমনে থেকে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে একটি র্যালী বের হয়, র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা প্রসাসকের কার্যালয়ের সমনে এসে শেষ হয়। এর পর জেলা পর্যায়ে শিশু অধিকার লংঘনের প্রতিবাদে মানব বন্ধন করে ভোলা জেলা এনসিটিএফ এর সদস্য বৃন্দরা।
সকাল ১০:৩০ মিনিটে উদ্ভোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ভোলা সদর উপজেলা মিলনায়তনে। শিক্ষার্থীদের উপস্থিত কালে শিশুদের জন্য তৈরী বিভিন্ন ডকুমেন্টরী দেখানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তোফায়েল হোসেন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুব্রত কুমার সিকদার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা, চেয়ারম্যান আলহাজ মো: মোশারেফ হোসেন, বাংলাদেশ শিশু একাডেমী, ভোলা এর শিশু বিষয়ক কর্মকর্তা মো: আক্তার হোসেন এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার নুরুল আমিন, জেলা এলসিবিসিই অফিসার মূর্তুর্জা খালেদ, উপ-জেলা এলসিবিসিই অফিসার রুবিনা ইয়াসমিন এনসিটিএফ এর সভাপতি ইব্রাহিম অপু, যুগ্ম সাধারন সম্পাদক আশিকুর রহমান (শান্ত) সহ এনসিটিএফ এর সকল সদস্য বৃন্দ।
Bhola NCTF observed World Children day and Child Rights Week 2016
Bhola NCTF & Bangladesh Shishu Academy, Bhola observed world children day and child rights week with different activities. On 29th September, NCTF member arranged rally, human chain to protest violation of child rights. Later on, a daylong event organized including launching of child led newsletter, art competition, theater program and open discussion to mark the Children’s day. Subrata Kumar Sikder, Additional Deputy Commissioner of Bhola was the chief guest and the special guest were Mr. Alhaj Md Mosharraf Hossain, Chairman of Bhola Sadar Upazila and Md Akhter Hossain, District Children Affairs Officer of Bhola.