সাতক্ষীরা জেলার শিশু অধিকার পরিস্থিতি নিয়ে এনসিটিএফ’র সংবাদ সম্মেলন

ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) সাতক্ষীরা জেলার শিশু অধিকার পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিশু একাডেমী সাতক্ষীরা জেলা কার্যালয়ে সোমবার বিকেল ৫টায় জেলা এনসিটিএফ এর পক্ষ থেকে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।  ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) সাতক্ষীরা জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ সাইব হোসেন লিখিত বক্তব্য উপস্থাপন করেন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আবু জাফর মোঃ আসিফ ইকবাল, জেলা এনসিটিএফ এর শেখ আসাদুজ্জামান অয়ন, শিশু সাংবাদিক মোঃ হাসানুর রহমান, চাইল্ড পার্লামেন্ট সদস্য মোঃ হাসিবুর রহমান, সহসভাপতি মরিয়ম খাতুন, চাইল্ড পার্লামেন্ট সদস্য মোঃ সাহেব আলী, শিশু গবেষক সাবিকুন নাহার মুক্তা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে এনসিটিএফ সাতক্ষীরা জেলার বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়। জেলা সদরে মোট ২০টি বিদ্যালয়ের ৮৫০জন ছাত্র/ছাত্রী এনসিটিএফ সাতক্ষীরা জেলার সাধারণ সদস্য। শেখ আবু জাফর মোঃ আসিফ ইকবাল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সংবাদ সম্মেলনে জানান এনসিটিএফ এর এই ৮৫০জন সদস্যের নাম, পিতা মাতার নাম, জন্মতারিখ, রক্তের গ্রুপ, মোবাইল নম্বর, ঠিকানা, বিদ্যালয়ের নাম উল্লেখ করে একটি নির্ধারিত ফরম্যাট অনুযায়ী ডাটাবেজ তৈরি করার কার্যক্রম চলমান আছে অচিরেই এই ডাটাবেজ এর কাজ সমাপ্ত হবে এছাড়া জেলা এনসিটিএফ তাদের মাসিক সভায় সাতক্ষীরার বিভিন্ন উপজেলায় শিশুর প্রতি নির্যাতন, নীপিড়ন সহ শিশর অধিকার লংঘিত বিভিন্ন ঘটনা পরিলক্ষিত হওয়ায় সভায় উদ্বেগ প্রকাশ করা হয় এবং এ বিষয়ে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।