গাইবান্ধায় এনসিটিএফ এর অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত
মোঃ মেহেদী হাসান: ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) গাইবান্ধা এর অক্টোবর মাসের মাসিক সভা গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিশু একাডেমী, গাইবান্ধা জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এনসিটিএফ সভাপতি মোঃ আশিকুর রহমান। সভায় কার্যনির্বাহী কমিটির সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।
সভায় জেলা পর্যায়ে চলমান শিশু অধিকার পরিস্থিতি যাচাইয়ে জরিপ কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
মাসিক সভায় উপস্থিত সদস্যগণের মতামতের ভিত্তিতে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়।
১. কার্যনির্বাহী কমিটির শূন্যপদে (সাধারণ সম্পাদক, শিশু সাংবাদিক (ছেলে/মেয়ে) নতুন সদস্য নিয়োগ।
২. জেলায় শিশু অধিকার বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান (০২/১১/২০১৬ইং) ।
৩. শিশু অধিকার লঙ্ঘন বন্ধে ও বাল্য বিবাহ নিরোধে সচেতনতামূলক র্যালী (০৫/১১/২০১৬ইং) ।
৪. জেলার শিশু অধিকার পরিস্থিতি বিষয়ে প্রেস কনফারেন্স (০৮/১১/২০১৬ইং) ।
৫.শিশু অধিকার বিষয়ক পাবলিক একাউন্টিবিলিটির প্রস্তুতি সভা (০৩/১১/২০১৬ইং) ।
The monthly meeting of NCTF Gaibandha was held in October
The monthly meeting of NCTF Gaibandha was held on 27th October, 2016. Mohammad Ashiqur Rahman, the district NCTF president of Gaibandha, presided over the Meeting. All executive committee members was present in the meeting. NCTF committee members discuss about the progress of ongoing survey to verify the situation of child rights at district level. The meeting taken the decision of conducting a press conference on child right violation, memorandum submission to DC on child rights current child rights violation incidents, rally on awareness of child rights etc.