শিশু নির্যাতন রোধ ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে এনসিটিএফ ঠাকুরগাঁও জেলায় র্যালী
১৬ নভেম্বর ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) ঠাকুরগাঁও জেলা শিশু নির্যাতন ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে র্যালী এবং আলোচনা সভার আয়োজন করে। র্যালীটি সকাল ১০ টায় বাংলাদেশ শিশু একাডেমী ঠাকুরগাঁও কার্যালয় থেকে শুরু হয়ে চৌরাস্তা হয়ে ডিসি অফিসের সামনে দিয়ে পুনরায় বাংলাদেশ শিশু একাডেমীতে এসে শেষ হয়। বাংলাদেশ শিশু একাডেমী, সেভ দ্য চিলড্রেন এবং প্ল্যান ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় আয়োজিত এই র্যালীটিতে এনসিটিএফ ঠাকুরগাঁও কার্যনির্বাহী কমিটি, সাধারন সদস্যসহ সর্বস্তরের শিশুরা অংশগ্রহণ করে। এ সময় শিশুদের সাথে র্যালীটিতে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জবেদ আলী, বাংলাদেশ শিশু একাডেমী, ঠাকুরগাঁও, জেলা ভলান্টিয়ার, এনসিটিএফ এবং সিওয়াইভি যোগদান করেন। র্যালীটি শেষে শিশু একাডেমীতে আয়োজিত আলোচনা সভায় জেলার শিশুদের নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ত্ব করেন, জিমি, সভাপতি, এনসিটিএফ ঠাকুরগাঁও।