এনসিটিএফ শিশুরা মানুষ গড়ার কারিগর
এনসিটিএফ রায়ের বাজার এর উদ্যেগে গত ২৮/১১/২০১৬ রোজ সোমবার সকাল ০৯ টায় বৈশাখি খেলার মাঠে লানিং ক্যাম্প এর আয়োজন করা হয়। উক্ত ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৩৪ নং ওর্য়াডের কাউন্সিলর জনাব আলহাজ্ব মো: তাহের খান বলেন এই অনুষ্ঠানের মাধ্যমে জানতে পারলাম এনসিটিএফ অনেক গুছিয়ে সুন্দর কাজ করতে পারে। এককথায় এনসিটিএফ আর্দশ মানুষ গড়ার কারিগর।
লানিং ক্যাম্পে ২০০ জন্য শিশুর মাঝে বিভিন্ন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। যেমন: কুইজ, মিউজিক্যাল চেয়ার, ঘুরি উড়ানো, বালিশ খেলা সারাদিন ব্যাপি অনুষ্ঠানে এনসিটিএফ, এডি, স্পন্সরশীপ, এসএইচএন, সিবিএইচই, বিই সহ বিভিন্ন দলের শিশু নেতৃবৃন্দ তাদেও নিজ নিজ কর্মসূচির অভিজ্ঞতা বিনিময় করেন, তারা কোথায় কিভাবে কি কাজ করেন। এই কর্মসুচির মাধ্যমে রায়েরবাজার এলাকায় শিশু অধিকার প্রতিষ্ঠার জন্য সহায়ক ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দরা তাদের মতামত তুলে ধরেন।
এনসিটিএফ সভাপতি মো: আমির হোসেন আরিফ এর সভাপতিত্বে আরো উপন্থিত ছিলেন ৩৪ নং ওর্য়াড আওয়ামীলিগ এর সাধারন সম্পাদক জনাব মো: সিদ্দিকুর রহমান, আবু জাফর মোহাম্মদ হোসাইন সিনিয়র অফিসার, মো: শহিদুল ইসলাম শান্ত, সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল। শায়লা সুলতানা, প্রোগাম ম্যানেজার (আইসিডিপি) আফরিন আক্তার, প্রোগাম অফিসার (সিপি-সিআরজি), জান্নাতুল ইসলাম টুম্পা, সোস্যাল ওর্য়াকার, মানবিক সাহায্য সংস্থা। এনসিটিএফ সদস্য সহ বিভিন্ন শিশুদলের মোট ২২০ জন অংশগ্রহণ করেন।