কুষ্টিয়া জেলা এনসিটিএফ এর হাসপাতাল মনিটরিং

ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স, কুষ্টিয়া জেলার কার্যনির্বাহী কমিটির সদস্যরা নভেম্বর মাসের আলোচ্য সূচী অনুযায়ী কুষ্টিয়া সরকারী সদর হাসপাতাল মনিটরিং এ আসেন ১১ই নভেম্বর ২০১৬ইং। মনিটরিং করার সময় দেখা যায় অসুস্থ্য  শিশুদের মধ্যে বেশির ভাগ শিশুই ঠান্ডা জ্বরে আক্রান্ত হচ্ছে। ওয়ার্ডে  পরিদর্শনকৃত ডাক্তার বলেন সাধারণত আবহাওয়া পরিবর্তনের জন্য এসময় শিশুদের জ্বর ঠান্ডা লাগে। এছাড়া শিশুর অভিভাবকরা বলেন হাসপাতালে চিকিৎসা ভালো পাওয়া যাচ্ছে কিন্তু হাসপাতালের পরিবেশগত পরিষ্কার পরিচ্ছন্নতা আরো ভালো হওয়া দরকার। হাসপাতালের বাথরুমগুলো ব্যবহার করার মতো নাই। এ বিষয়ে হাসপাতাল কতৃপক্ষের সাথে কথা বললে, বলেন লোকবল কম থাকার কারণেই এই সমস্যা হচ্ছে। হাসপাতাল মনিটরিং এ উপস্থিত ছিলেন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স, কুষ্টিয়া জেলার সভাপতি আজমাইন মাহমুদ শুভ্র, সাধারণ সম্পাদক যুথিকা রানী দাস, চাইল্ড পার্লামেন্ট মেম্বার হৃদয় আহমেদ সুজন, শিশু সাংবাদিক নিয়ামত আলী,  শিশু গবেষক শাহারিয়ার রহমান ও জেরিন তাবাস্সুম এশা কার্যনির্বাহী সদস্য তানজির রহমান এবং জেলা ভলান্টিয়ার মো: শাকিল ইসলাম।