এনসিটিএফ চুয়াডাঙ্গা জেলার শিশু সাংবাদিকতা এবং আইসিটি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
১২ ও ১৩ ডিসেম্বর সফলভাবে অনুষ্ঠিত হয়ে গেল চুয়াডাঙ্গা জেলা এনসিটিএফ কর্তৃক আয়োজিত এবং সেভ দ্য চিলড্রেন, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং বাংলাদেশ শিশু একাডেমীর সহযোগিতায় আইসিটি ভিত্তিক শিশু সাংবাদিকতা সম্পর্কিত দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। ২ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ক্যামেলিয়া আফসানা। কর্মশালায় ২০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মৃদুল ইসলাম মিদুল, সেন্টার ইউথ ভলেন্টিয়ার (CYV) সেভ দ্য চিলড্রেন। কর্মশালায় আইসিটি ভিত্তিক শিশু সাংবাদিকতা, শিশু অধিকার, সংবাদ, সাংবাদিকতা, নিউজলেটার প্রকাশনা, সংবাদ লেখার কৌশল এবং এনসিটিএফ এর আইসিটির ক্ষেত্র সমূহ ও শিশু সাংবাদিকতার নানা দিক সম্পর্কে আলোচনা করা হয়।