খুলনা জেলার দায়িত্ব বাহকগণের সাথে শিশুদের অধিকার বিষয়ক মুখোমুখি সংলাপ অনুষ্ঠিত
স্কুলের সামনে বখাটে ছেলেদের উৎপাত, স্কুলে কম্পিউটার ল্যাব থাকলেও নাই সঠিক ব্যবহার, স্কুলে অস্খাস্থ্যকর বাথরুম এমন কিছু সমস্যা নিয়ে ১৭.১২.২০১৬ তারিখ মুক্ত আলোচনার আয়োজন করেছিল খুলনা এনসিটিএফ। মুখোমুখি অনুষ্ঠানটি বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ গিয়াস উদ্দিন, অতিরিক্ত জেলা প্রসাসক, (শিক্ষা ও আইসিটি), খুলনা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এ. এন .এম ওয়াসিম ফিরোজ (অতিরিক্ত পুলিশ সুপার), খুলনা। জেলা শিক্ষা অফিসার , খুলনা। জনাব ফেরদৌস ওয়াহিদ, সহকারী কমিশনার, খুলনা। জনাব মোঃ আবুল আলম জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, বাংলাদেশ শিশু একাডেমী, খুলনা। এ ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের শিক্ষকমন্ডলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এইচ এম লিটন হাওলাদার, সভাপতি, এনসিটিএফ, খুলনা । অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন মিদুল ইসলাম মৃদুল। অনুষ্ঠানে শিশুরা স্কুল পর্যায়ে সমসাময়িক সমস্যাগুলো অথিতিদের সামনে তুলে ধরেন এবং এর প্রতিকারের উপায় জানতে চায়। অতিথিরা ধৈর্য সহকারে সকল প্রশ্ন শোনেন এবং প্রতিকারের উপায় শিশুদের মাঝে তুলে ধরেন। এছাড়াও তারা আশ্বাস প্রদান করেন যে – এ সমস্যাগুলো প্রতিকারে তারা দ্রুত পদক্ষেপ গ্রহন করবেন। এছাড়াও আলোচনা করা হয় মাসিক আইন শৃঙ্খলা মিটিং এ কে অন্তরভূক্ত করা হবে। খুলনা এনসিটিএফ এর প্রস্তবনায় জেলা প্রশাসন হতে তাৎক্ষনিক 01778377577 নাম্বার প্রদান করা হয়। জেলা প্রশাসকের পক্ষ থেকে আশ্বস প্রদান করা হয় যে এই নাম্বারে ফোন করলে তাৎক্ষনিক ভাবে সমস্যার সমাধান করা হবে। আলোচনা শেষে এইচ.এস.সি পরিক্ষায় ভাল রেজাল্ট করার জন্য খুলনা এনসিটিএফের সৌজন্যে খুলনা এনসিটিএফের ৫ সদস্যকে ক্রেস প্রদান করেন অনুষ্ঠানে আমন্ত্রীত অতিথিরা।