সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
৬ জানুয়ারী শুক্রবার বিকাল ৪ ঘটিকায় ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) বৃহত্তর তবলছড়ি ক্লাবের উদ্যেগে “শিশু অধিকার বাস্তবায়ন করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি” এই স্লোগানটি নিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব স্মৃতি বিকাশ ত্রিপুরা, মাননীয় সদস্য, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুঞ্জমনি ত্রিপুরা, সাবেক সাধারন সম্পাদক, ত্রিপুরা কল্যান ফাউন্ডেশন, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, তরুন সমাজসেবক মো. নজরল ইসলাম, মো. ইসহাক তালুকদার, সাধারন সম্পাদক, রোটার্যাক্ট ক্লাব অব রাঙ্গামাটি, ইমরান উদ্দীন, পরিচালক, ইয়ুথ, ছালেহ আহমদ, সভাপতি এনসিটিএফ রাঙ্গামাটি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, মো. রবিউল ইসলাম নাঈম, আহবায়ক, এনসিটিএফ বৃহত্তর তবলছড়ি ক্লাব। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. ইকবাল হোসেন, জেলা ভলান্টিয়ার এনসিটিএফ রাঙ্গামাটি।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, সরকার বছরের প্রথম দিন বাংলাদেশের সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিছে। আজ এই সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ সরকারি উদ্যেগের পাশাপাশি একটি আলাদা মাত্রা যোগ করেছে। তাই বক্তারা এনসিটিএফ এর এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানান এবং তারা সবসময় এনসিটিএফ এর এরুপ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা সভার পর বৃহত্তর তবলছড়ি ক্লাবের সদস্যদের পরিচিতি পর্ব শুরু হয় এবং সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।