শেরপুর জেলা এনসিটিএফ এর বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

৬ই ফেব্রুয়ারী রোজ সোমবার এনসিটিএফ শেরপুর জেলা শাখার উদ্দোগে বার্ষিক কর্ম-পরিকল্পনা ও সাধারন সভা অনুষ্ঠিত হয়। উক্ত উনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি জনাব দূর্জয় সরকার তীর্থ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে ছিলেন শেরপুর জেলার জেলা প্রশাসক জনাব ডা. মো: এ এম পারভেজ রহিম এবং বিশেষ অতিথী হিসেবে ছিলেন শেরপুর জেলার পুলিশ সুপার জনাব মো: রফিকুল ইসলাম গনি। পরবর্তিতে জেলা প্রশাসক অনুষ্ঠানের সূচনা ঘোষনা করেন। তারপর প্রথমেই এনসিটিএফ শেরপুর জেলা কার্যনির্বাহী সদস্যরা তাদের পূর্ববর্তী বছরের কর্মকান্ড গুলো সকলের মাঝে তুলে ধরেন এবং পরবর্তিতে সকলের মতামত অনুযায়ী বার্ষিক সাধান সভার কার্যক্রম অনুষ্ঠিত হয়।
যেমন:
১. প্রতি মাসে হাসপাতালের শিশু ওয়ার্ড পরিদর্শন।
২. প্রতি মাসে জেলা শিশু সদন পরিদর্শন।
৩. পথশিশুদের নিয়ে বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠান এবং খেলাধুলার আয়োজন করা।
৪. এনসিটিএফ এর সদস্য বাড়ানোর জন্য স্কুলে স্কুলে ক্যাম্পেইন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিশুবিষয়ক কর্মকর্তা জনা মো: আসলাম খান, সেভ দ্য চিলড্রেনের ইয়ুথ ভলান্টিয়ার মো: মমতাজুল ইসলাম রুমন। এনসিটিএফ শেরপুর জেলার উপদেষ্টা জনাব মো: আবুল কালাম আজাদ, এনসিটিএফ শেরপুর জেলার সাধারন সম্পাদক অরিত্র্য চন্দ্র ঝলক, শিশু সাংবাদিক রজত সাহা অন্তু, শিশু গবেষক দিগন্ত সাহা সহ এনসিটিএফ শেরপুর জেলা শাখার সকল কার্যনির্বাহী সদস্য বৃন্দ।