গাইবান্ধায় এনসিটিএফ এর বার্ষিক কর্মপরিকল্পনা, সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

জাতীয় পর্যায়ের শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ), গাইবান্ধা জেলা কমিটির বার্ষিক কর্মপরিকল্পনা, সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০১৭ সম্পন্ন হয়েছে।

৮ মার্চ গাইবান্ধা পাবলিক লাইব্রেরি এন্ড ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এনসিটিএফ এর সভাপতি আশিকুর রহমান শাওনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শামছুল আজম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোশাররফ হোসেন প্রধান, সরকারি শিশু পরিবার বালিকা এর সহকারি শিক্ষক ফরিদা পারভীন, সেভ দ্য চিলড্রেন এর সেন্ট্রল ইয়ুথ ভলান্টিয়ার মোস্তাফিজুর রহমান সৈকত। এছাড়াও উপস্থিত ছিলেন এনসিটিএফ এর সাবেক সভাপতি মনির হোসেন মিলন, সাধারণ সম্পাদক খন্দকার ওমর আল সানি, রকিবুদ্দৌলা রনি, জান্নাতুল মাওয়া, জেলা ভলান্টিয়ার মারফিয়া সিলভী প্রমূখ। সভায় বার্ষিক কর্মপরিকল্পনার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন এনসিটিএফ জেলা ভলান্টিয়ার মো. তাওহীদ তুষার। সভার শুরুতে ৪ টি গ্রুপে বার্ষিক কর্মপরিকল্পনার খসড়া তৈরি করা হয়। এতে জেলায় শিশু অধিকার বাস্তবায়নে ২০ টি উল্লেখযোগ্য কার্যক্রম গ্রহণ করা হয়।
শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ও এনসিটিএফ জেলা কমিটির প্রায় ১০০ জন শিশু সদস্য অংশগ্রহণ করেন।