অনুষ্ঠিত হলো এনসিটিএফ চাঁপাইনবাবগঞ্জ এর বার্ষিক পরিকল্পনা ও সাধারন সভা-২০১৭
“সব শিশুকে সঙ্গে নিয়ে বদলে দেবো এ পৃথিবী” স্লোগান নিয়ে ২০ জানুয়ারি বাংলাদেশ শিশু একাডেমীর জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয় এনসিটিএফ চাঁপাইনবাবগঞ্জ জেলার বার্ষিক কর্মপরিকল্পনা ও সাধারন সভা। এনসিটিএফ এর ৩০ জন সাধারন সদস্য এবং কার্যনির্বাহী কমিটির সদস্যরা উক্ত সভায় অংশগ্রহণ করে। দলগতভাবে আলোচনার মাধ্যমে তৈরি করা হয় এক বছরের কর্মপরিকল্পনা। কর্মপরিকল্পনা উপস্থাপন করে কমিটির যুগ্ম সাধারন সম্পাদক ইমতিয়াজ আহমেদ এবং শিশু সংসদ সদস্য সুমনা আনাম কনা। এছাড়া অতিথিগন কর্মপরিকল্পনা সম্পর্কে তাঁদের মতামত জানান এবং আরো কিছু পদক্ষেপ নেবার পরামর্শ দেন। কমিটির সদস্যরা এবারের পরিকল্পনার সঠিক বাস্তবায়ন করবার আশাবাদ ব্যক্ত করে। সভায় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. মাজহারুল ইসলাম তরু, অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা, মুক্ত মহাদল স্কাউট গ্রুপের পরিচালক জনাব মুশফিকুর রহমান, জনাব শাহ আলম, জনাব মুহিত কুমার দাঁ, সাংবাদিক মেহেদী হাসান এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব মো শফিকুল আলম। সারাদিন ব্যাপী আয়োজিত এই সভায় সভাপতিত্ত্ব করেন বিজন ঘোষ, সভাপতি, এনসিটিএফ চাঁপাইনবাবগঞ্জ। কর্মপরিকল্পনার মাধ্যমে চলতি বছরের গৃহীত কার্যক্রম গ্রহণ করে এনসিটিএফ।