এনসিটিএফ রাজশাহী জেলার বার্ষিক সাধারন সভা ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত
১৪ মার্চ বিকাল ৩ টায় বাংলাদেশ শিশু একাডেমী রাজশাহী মিলনায়তনে এনসিটিএফ রাজশাহী জেলার বার্ষিক সাধারন সভা ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ৪ টি গ্রুপে বার্ষিক কর্মপরিকল্পনার খসড়া তৈরি করা হয়। এতে জেলায় শিশু অধিকার বাস্তবায়নে ২০ টি উল্লেখযোগ্য কার্যক্রম গ্রহণ করা হয়।
সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ও এনসিটিএফ জেলা কমিটি এবং সাধারন সদস্য প্রায় ৪৫ জন শিশু অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে এনসিটিএফ এর সভাপতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা এবং আইসিটি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক, উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুারো রাজশাহী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, রাজশাহী রিভারভিউ স্কুলের প্রধান শিক্ষক, সেভ দ্য চিলড্রেন এর সেন্ট্রল ইয়ুথ ভলান্টিয়ার মোস্তাফিজুর রহমান সৈকত। এছাড়া এনসিটিএফ রাজশাহী জেলা কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দসহ জেলা ভলান্টিয়ারগণ উপস্থিত ছিলেন।