এনসিটিএফ চাঁপাইনবাবগঞ্জ এর হাসপাতাল পরিদর্শন
১৯ মার্চ ১১ টায় এনসিটিএফ চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটি সদর হাসপাতালের শিশুর ওয়ার্ড পরিদর্শন করে। পর্যবেক্ষণে দেখা যায় হাসপাতালের পারিপার্শ্বিক পরিবেশ সন্তোষজনক। শিশুদের সঠিক পরিচর্যা হতেও দেখা যায়। এ বিষয়ে কথা বলেন শিশুরোগ বিশেষজ্ঞ ডা. আবুল কাশেম। তাঁর বক্তব্য অনুসারে শিশুদের সুষ্ঠু পরিচর্যা নিশ্চিত করা হচ্ছে উক্ত হাসপাতালে। তবে শিশুদের কিছু অভিভাবকদের সাথে কথা বলে জানা যায়, শিশু ওয়ার্ডের সেবিকাদের ব্যবহার খারাপ। প্রয়োজনমত ঔষধ পেলেও কিছু ঔষধ বাহির থেকে কিনতে হচ্ছে। এছাড়া পরিদর্শনকালে দেখা যায় শিশু ওয়ার্ডটিতে বাহির থেকে আগত মানুষ অনেক বেশি। এর কারণে ওয়ার্ডটিতে সবসময় ছোটখাটো জটলা এবং হইচই বেঁধেই থাকচ্ছে। যার ফলে একদিকে যেমন শিশুর স্বাস্থ্য ঝুঁকি দেখা দিচ্ছে অন্যদিকে চিকিৎসা সেবা দিতে অসুবিধায় পড়ছে হাসপাতাল কর্তৃপক্ষ। শিশুদের স্বাস্থ্যর কথা বিবেচনা করে এই ওয়ার্ডটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এবং ওয়ার্ডে বেশি ভীড় না করার জন্য অভিভাবকদের আরো সচেতন হবার তাগিদ দেন হাসপাতাল কর্তৃপক্ষ।