ব্রাহ্মণবাড়িয়ায় এনসিটিএফ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এনসিটিএফ বার্ষিক সাধারণ সভা সম্পন্ন। ২০০৭ সালের সেপ্টেম্বর মাসে ব্রাহ্মণবাড়িয়াতে ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) এর জেলা কমিটি গঠিত হয়েছে এবং কার্যক্রমের ধারাবাহিকতায় ২০১১ সাল থেকে বাংলাদেশ শিশু একাডেমীর তত্ত্বাবধানে অত্র জেলায় শিশু অধিকার বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম করে আসছে এনসিটিএফ ব্রা‏হ্মণবাড়িয়া। এছাড়াও জেলা কমিটি প্রতি তিনমাস অন্তর জেলার শিশুদের লেখা ও তাদের দেখা শিশু অধিকার পরিস্থিতি নিয়ে ‘তিতাস শিশু বার্তা’ নামে একটি মুখপত্র প্রকাশ করে থাকে। জেলার শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং এবং বাস্তবায়নে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) ব্রাহ্মণবাড়িয়া কার্যনির্বাহী কমিটি গত বৃহস্পতিবার ৩০ মার্চ, ২০১৭ তারিখে এনসিটিএফ এর আয়োজনে বাংলাদেশ শিশু একাডেমীর সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বার্ষিক সাধারণ সভা সম্পন্ন করে। সভায় কর্ম পরিকল্পনা ২০১৬ এর অগ্রগতি বিচ্যুতি নিয়ে আলোচনা শেষে নতুন কর্ম পরিকল্পনা ২০১৭ প্রনয়ণ করা হয়। উক্ত সভায় ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন বিদ্যালয়ের প্রায় ১৫০ জন শিশু শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো: মিজানুর রহমান পিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান এড. তাসলিমা সুলতানা খানম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সোহেল আহাম্মদ ভূঁইয়া, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চেয়ারম্যান ডা: আবু সাঈদ।এনসিটিএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাফায়েত জামিল এর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা খেলা ঘরের সাধারণ সম্পাদক নেহার রঞ্জন সরকার এবং স্লাইড প্রদর্শন করেন আফনান আলম সাকিব ও মেহেদী হাসান। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন ঈশিতা ও কানিজ খন্দকার চৈতী।