বিদ্যালয় পরিদর্শন

গত ১৮ই মার্চ ২০১৭ এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার মেয়েদের একটি প্রতিনিধি দল বালিকা বিদ্যালয় গুলোতে স্যানিটেশন  ব্যাবস্থা পর্যবেক্ষণ করার লক্ষে নগরীর অন্যতম দুটি বালিকা বিদ্যালয় গভ মডেল গার্লস হাই স্কুল ও সাবেরা সোবহান বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন এ যায়।  স্কুলগুলো সারেজমিন ঘুরে এবং বিভিন্ন শ্রেণীর মেয়েদের সাথে কথা বলার পর বেরিয়ে আসে নানা সমস্যা।  প্রধান যে সমস্যাটি মেয়েদের হয় তা হচ্ছে পর্যাপ্ত স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন এর অভাব। স্কুলে ৫ ঘন্টা ক্লাস করলেও তারা বেশিরভাগ সময় ল্যাট্রিন গুলোতে যেতে সংকোচ বোধ করে,  ফলে কিডনিতে অনেকেরই দেখা দেয় নানা রোগ।  তাছাড়া ছাত্রীদের জন্য সুরক্ষিত বিশ্রামকক্ষের ব্যাবস্থা না থাকায় প্রায় তারা সংকোচ এর কারণে স্কুল বন্ধ করছে।  ছাত্রীরা তাদের জন্য বিশ্রামকক্ষের দাবি জানায়।  পরে স্কুল কতৃপক্ষের সাথে কথা বললে তারা জানায় ছাত্রীরা পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি যত্নবান নয়,  স্কুলের ল্যাট্রিন গুলো নিয়মিত ভাবে পরিষ্কার করা হয়।  তারা শীঘ্রই বিশ্রাম কক্ষ হিসেবে আলাদা একটি কক্ষ বরাদ্দ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত আসার প্রত্যয় ব্যাক্ত করেন এবং এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়া টিমকে তাদের এ পরামর্শের প্রশংসা করে। তারা আরো জানায় এনসিটিএফ যেনো মেয়েদের স্যানিটেশন সচেতনতা বৃদ্ধির জন্য একটি ক্যাম্পেইন চালু করে। টিম এনসিটিএফ শীঘ্রই ক্যাম্পেইন চালু করার আশাবাদ ব্যাক্ত করে।