এনসিটিএফ কুমিল্লা জেলার বার্ষিক সাধারণ সভা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত
৬ই মার্চ সকাল ১০টা থেকে বাংলাদেশ শিশু একাডেমী কুমিল্লা এর কার্যালয়ে জেলা এনসিটিএফ এর বার্ষিক সাধারণ সভা এবং কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জেলার প্রায় অর্ধশতাধিক এনসিটিএফ সদস্য অংশগ্রহণ করেন। সারাদিন ব্যাপী এই সভায় চারটি গ্রুপ হয়ে আগামী এক বছরের জন্য একটি খসড়া পরিকল্পনা তৈরি করা হয়। দলগুলো থেকে প্রাপ্ত খসড়া পরিকল্পনা গুলো গ্রুপ ভিত্তিক উপস্থাপনের মধ্যেমে সকলের সম্মতিক্রমে একটি চূড়ান্ত পরিকল্পনা তৈরি করে এনসিটিএফ কার্যনির্বাহি কমিটি। সভাব্য ১৭ টি পরিকল্পনা বাস্তবায়নে এই বছর কাজ করবে এনসিটিএফ কুমিল্লা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব সোহেল আহমেদ ভূইয়া এবং সভাপতিত্ত্ব করেন জেলা এনসিটিএফ সভাপতি জনাব শাহবাজ। এছাড়া সভায় আরো উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেনের সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার জনাব মমতাজুল ইসলাম এবং অভিভাবক ও সাংবাদিকবৃন্দ।