রংপুর এনসিটিএফ এর ফেব্রুয়ারী মাসের মাসিক সভা অনুষ্ঠিত

ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ), রংপুর এর ফেব্রুয়ারী মাসের মাসিক সভা  সম্পন্ন হয়েছে। ১৩ ফেব্রুয়ারী দুপুর ২টায় বাংলাদেশ শিশু একাডেমীর রংপুর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় কার্যনির্বাহী কমিটির সদস্য সহ উপস্থিত ছিলেন রংপুর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ইমরান আলী মিঞা, সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার মোঃ মোস্তাফিজুর রহমান সৈকত, জেলা ভলান্টিয়ার এবং ইয়ুথ গ্রুপের প্রতিনিধি। সভায় উপস্থিত সদস্যগণের মতামতের ভিত্তিতে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ১৮ ফেব্রুয়ারী সকাল ১০ টা থেকে বার্ষিক সাধারণ সভা, কর্মপরিকল্পনা অনুষ্ঠান-২০১৭ অনুষ্ঠিত হবে। ২১ ফেব্রুয়ারী উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করবে এনসিটিএফ। অনিয়মিত কার্যনির্বাহী সদস্য ০১টি পদ পরিবর্তন এবং আগামী ২৮ ফেব্রুয়ারীর মধ্যে এনসিটিএফ মুখপত্র ২৮ এবং ২৯ তম সংখ্যা প্রকাশনা করার বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া কর্মপরিকল্পনা সভায় ১৫ জন সুবিধাবঞ্চিত শিশুর অংশগ্রহণ বিষয়ে ইয়ুথ গ্রুপ এবং জেলা শিশু পরিবার এর সাথে যোগাযোগ করার বিষয়ে সভায় সিন্ধান্ত গৃহীত হয়।