ঠাকুরগাঁও জেলা এনসিটিএফ সদস্যদের প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন
সরকার প্রাথমিক শিক্ষাকে সবার কাছে পৌছে দিতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। যার ফলে দিন দিন কমছে স্কুল থেকে ঝড়ে পড়ার হার। কিন্ত ঠাকুরগাঁও সদর উপজেলার সরকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র অন্যরকম। এখানে ছাত্রছাত্রীর সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম। ক্নাসে উপস্থিতি তেমন একটা চোখে পড়লো না। গত ১৬ মার্চ এনসিটিএফ ঠাকুরগাঁও স্কুলটি পরিদর্শন কালে বিষয়টি নজরে আসে। প্রায় সব শ্রেণীতে শিক্ষার্থীর উপস্থিতি কম ছিল। পরিদর্শন কালে স্কুলে প্রধান শিক্ষক না থাকায় সহকারি শিক্ষক সানজিদা আক্তার কে শিক্ষার্থী সংখ্যা কম থাকার কারণ জানতে চাইলে এই বিষয়ে তিনি কোন সঠিক জবাব দিতে পারেননি।