ঠাকুরগাঁও সদর হাসপাতালে শিশুদের চিকিৎসা নিতে হচ্ছে বেডের অভাবে মেঝেতে
ঠাকুরগাঁও সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে চিকিৎসা নিতে আসা শিশুদের মেঝেতে থেকে সেবা নিতে হচ্ছে। ১৪ মার্চ এনসিটিএফ ঠাকুরগাঁও জেলা কার্যনিবার্হী কমিটি জেলার সদর হাসপাতাল পরিদর্শন করতে গেলে শিশুদের এই কষ্ট দেখা যায়। বর্তমানে ১০০ শয্যার এই হাসপাতালে ০২ টি ওয়ার্ডে শিশু রোগী ভর্তি আছে ১০৭। যার ফলে বেশির ভাগ শিশুকে মেঝেতে থেকে চিকিৎসা সেবা নিতে হচ্ছে। হঠাৎ করে এত রোগীর সংখ্যা বেড়ে যাবার কারণ জানতে চাইলে হাসপাতালের শিশু কনসালটেন্ট ডাঃ শাজাহান নেওয়াজ এনসিটিএফ কে জানায় আবহাওয়া পরিবর্তনের কারণে শিশু রোগীর সংখ্যা হঠাৎ করে বেড়ে গেছে। তবে চিকিৎসা সেবা প্রদান করতে অসুবিধা না হলেও বেডের কারণে শিশুদের একটু কষ্ট হচ্ছে। এ বিষয়ে জেলার সিভিল সার্জন ডাঃ খায়রুল কবীর এর সাথে এনসিটিএফ সাক্ষাৎ করলে বিষয়টি অতিদ্রুত যথাযথ কর্তৃপক্ষকে জানিয়ে তা সমাধানের আশ্বাস দেন।