রায়ের বাজার এনসিটিএফ শিশুদের ফটোগ্রাফি ও জীবন দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ

২৮ থেকে ৩০ মার্চ ২০১৭ অনুষ্ঠিত হলো এনসিটিএফ, রায়েরবাজার কার্যনির্বাহী কমিটির সদস্যদের জন্য ফটোগ্রাফি ও জীবন দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ। সেভ দ্য চিলড্রেনের সহযোগীতায় এই প্রশিক্ষণ আয়োজন করে মানবিক সাহায্য সংস্থা [এমএসএস]। প্রশিক্ষনের লক্ষ্য ও উদ্দেশ্য ছিল শিশুদের জীবন দক্ষতা ও ফটোগ্রাফির উপর দক্ষতা বৃদ্ধি। রায়ের বাজারের ১১ জন শিশু সদস্য (আরিফ, সানজিদা, রিয়া, ঝর্ণা, নাজমা, মনির, সুজন, সোহান, রোকসানা, তানজিনা ও সোহেল) ক্যামেরার উপর বেসিক ধারণা নিয়ে আমরা এনসিটিএফ এর শিশুরা ক্যামেরা হাতে নিয়ে বেড়িয়ে পরি আমাদের এলাকার শিশুদের ছবি তোলার জন্য। ছবি তোলার মহড়ার সময় সুবিধা বঞ্চিত শিশুদের অনেকগুলো সুন্দর ছবি ক্যামেরাবন্দী করা হয়।

প্রশিক্ষণের প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম, সাজ্জাদ হোসেন, আফরিন আক্তার ও আবু জাফর মোঃ হোসেন।