বগুড়ায় জেলা এনসিটিএফ এর পক্ষ থেকে রাজন হত্যার প্রতিবাদে স্মারক লিপি প্রদান
গত কয়েকদিন বাংলাদেশের সকল গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুল প্রচারিত ও ব্যাপক আলোচিতে হয়েছে সিলেট সদর উপজেলার কুমারগাও এর শিশু শেখ সামিউল আলম রাজনের (১৩) বর্বর হত্যা কাণ্ড।
রাজনের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার সহ তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে সোমবার সকাল ১১টায় বগড়া জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে এনসিটিএফ বগুড়া।স্মারকলিপি গ্রহণ করেন বগুড়া জেলার জেলা প্রশাসক জনাব মোঃ আশরাফ উদ্দিন।তিনি শিশু রাজনের হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং স্মারকলিপিটি স্ব-রাস্ট্র প্রতিমন্ত্রীর কাছে পাঠিয়ে দিবে বলে এনসিটিএফ কে আশ্বস্থ করেন।
এসময় স্মারকলিপি প্রদান করেন এনসিটিএফ বগুড়ার প্রেসিডেন্ট জাওয়াদুল করিম জীসান। এসময় কার্যনির্বাহী সদস্যদের মধ্যে রাকিবুল হাসান, সামিউল ইসলাম, পারমিতা স্বর্ণা, নূর জাহান পুস্প, মরিয়ম আক্তার, সামিঊল ইসলাম, আবীদ শাহরিয়ার, শাহরিয়ার আহমেদ সেতু, এম.জি সাজিদ এবং জেলা ভলান্টিয়ার সোহরাব হোসেন সোহাগ উপস্থিত ছিলেন।