নাগুরা ফার্ম হাই স্কুল এনসিটিএফ হবিগঞ্জ এর পরিদর্শন সম্পন্ন হল
যখন শিশুদের অধিকার প্রতীষ্ঠা করা ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স এর মুল উদ্দেশ্য তখন এই উদ্দেশ্য বাস্তবায়নর আরেকটি উদ্দ্যোগ গ্রহন করল ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স হবিগঞ্জ।
১২ আগষ্ট ২০১৫ ইং তারিখে রোজ বুধবার নাগুরা ফার্ম হাই স্কুল, হবিগঞ্জ এর পরিদর্শন সম্পন্ন হল। কমিটির সদস্যরা যখন বিভিন্ন ক্লাস এর শিশুদের সাথে কথা বলে তখন জানতে পারে তাদের বিভিন্ন সুবিধা অসুবিধার কথা। এর মধ্যে কিছু প্রধান সমস্যা ছিল নলকূপের সংকট, আসন সংখ্যা সীমিত, বাথরুমের সংকট, লাইট ফ্যান এর সংকট, রাস্তা নিচু, ক্যান্টিন এর ব্যবস্থা নেই। এছাড়া আরো জানা যায় স্কুলের শিক্ষক গণ স্কুলের ছাত্রছাত্রী দের উপর শারীরিক নির্যাতন করেন, ছাত্রীদের সাথে অশালীন শব্দ ব্যবহার করেন, এবং স্কুল এর শিক্ষকদের কাছে প্রাইভেট পড়ার জন্য বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করেন। এসব সমস্যা সম্পর্কে যখন স্কুলের প্রধান শিক্ষক এর অনুপস্থিতি তে সহকারী প্রধান শিক্ষক এর কাছে প্রশ্ন করা হয় তখন তিনি বললেন স্কুলের নলকূপ, বাথরুম, আসনসংখ্যা, ফ্যান ও লাইট, সম্পকৃত সমস্যার সমাধান তিনি খুব জলদি পদক্ষেপ নিবেন এবং ছাত্রছাত্রী দের উপর শারীরিক নির্যাতন, অশালীন শব্দের ব্যবহার,কোচিং সম্পকৃত সমস্যা সম্পর্কএ তিনি অবগত ছিলেন না এবং তিনি প্রধান শিক্ষক এর সাথে খুব কথা বলবেন।