Public hearing session to stop violence

Children placed their demands to local government regarding Child marriage, child labor, school dropout and eve-teasing issues in a public hearing session on 5 November 2015 in Solotaka Union, Meherpur. Union Chairmen Mr. Auibe Ali highly praised NCTF  view about child violence. He finally announced “If any one inform me about child marriage in my Union , I will stop it”.In addition a Specific Child Budget for children, inclusion of children (one boy & one girl) in the Union level women and child violence committee,  a room allotted for NCTF in Union office were some major achievement in the session.


 

                                                                        শিশু বিবাহ প্রতিরোধে হট লাইন চালু।

কাকুলিঃ মেহেরপুর জেলা গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের মধ্যে যে কোন গ্রামে শিশু বিবাহের খবর পাওয়ার সাথে সাথে আমাকে জানাবে আমি ব্যবস্থা নিব। শিশুদের জন্য হট লাইন চালু করলাম (০১৭১৪৭৪৩৩৯৩)

এনসিটিএফ এর উদ্যেগে ৫ই নভেম্ববর ২০১৫ ইং ষোলটাকা ইউনিয়ন পরিষদে আয়োজিত শিশু অধিকার পরিস্থিতি বিষয়ক গণ-শুনানিতে ষোলটাকা ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ আইয়ুব আলী শিশুদের শিশু বিবাহ বিষয় উত্থাপিত প্রশ্নের জবাবে এ ঘোষনা দেন।উক্ত অনষ্ঠানে্ এনসিটিএফ শিশুদের বিভিন্ন প্রশ্নের জবাবে মাননীয় প্রধান অতিথি জনাব মোঃ আইয়ুব আলী বলেন আজকে এনসিটিএফ এর সদস্যদের উপস্থাপনা শুনে আমি মুদ্ধ,অভিভূত,উল্লাসিত যে আমার ইউনিয়নের শিশুরা এত সুন্দর করে তাদের দাবি,চাওয়া পাওয়া তুলে ধরতে পারে ধন্যবাদ এনসিটিএফ সহ সেভ দ্য চিলড্রেন,পলাশি পাড়া সমাজ কল্যান সমিতিকে। তোমাদের দাবির মধ্যে গুরুত্বপূর্র্ণ হল শিশু বিবাহ রোধ, ব্যবহার, স্কুল থেকে ঝরে পড়া, স্কুলের পাশে সিডিভিসিডি চালানো,মাদকদ্রব্য ,ইভটিজিং এবং তোমাদের জন্য একটি রুম বরাদ্ধ। আমার ইউনিয়নে শিশু বিবাহের হার আমার মাধ্যমে শূন্যতে নামিয়ে এনেছি ইউনয়ন পরিষদ থেকে কাউকে বয়স বাড়িয়ে জন্ম সনদ দেওয়া হয় না। এটা অব্যাহত থাকবে, কিন্তু তার পর প্রশ্ন হল কিভাবে হয়,গ্রামের কিছু অসচেতন মানুষ আছে যারা গোপনে রাতের আধারে অন্য গ্রামে নিয়ে বিবাহ দেওয়া।

আমি তোমাদের যে ফোন নাম্বার দিলাম যে কোন গ্রাম থেকে শুধু তোমরা আমাকে একটা ফোন দিবে বাকি কাজ আমার। স্কুলের প্রধান শিক্ষকদের উদ্দেশ্য করে বলেন দয়া করে ক্লাস চলাকালিন সময়ে মোবাইল ফোনে কথা বলবেন না। ধানখোলা ইউনিয়নের যে স্কুলগুলোতে ক্লাসরুম কম আছে তোমরা আমাকে লিখিত দাও আমি উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির মিটিংএ উত্থাপন করব। এনসিটিএফ এর দাপ্তরিক কাজ পরিচালনা করার জন্য একটি রুম বরাদ্ধ দিলাম। এনসিটিএফ এর যে কোন সংবাদ আমাদের ইউপি ওয়েব সাইডে দেওয়া হবে। তিনি ইউপি সচিবকে বলেন আপনি আগামী সাতদিনের মধ্যে রেজুলেশন রুম এনসিটিএফকে বুঝিয়ে দিবেন। আগামী ইউপি বাজেটে অবশ্যই শিশুদের জন্য আলাদা বাজেট রাখবো। এনসিটিএফ এর পাশে আমি সব সময় থাকবো তোমরা যে কোন ব্যপারে আমাকে জানালে আমি তোমাদের সহযোগিতা করব।

আজকে থেকে এনসিটিএফ এর একজন ছেলে এবং একজন মেয়েকে ইউনিয়ন নারী ও শিশুনির্যাতন প্রতিরোধ কমিটিতে সদস্য করে নিলাম। শিশু গবেষক কাকলী খাতুনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন পিএসকেএস ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর তানিয়া পারভীন মুক্তা ইউপি সদস্য আজিজুল ও চামেলি খাতুন। আরো সেভ দ্য চিলড্রেন প্রতিনিধি শান্ত মোঃ শহিদুল ইসলাম, পিএসকেএস ইউনিয়ন সমন্বয়কারী মোঃ ফিরোজ মিয়া উপজেলা ভলান্টিয়ার তানিয়া পারভীন মুক্তা ও জসিম ।উক্ত অনষ্ঠানে ইউনিয়ন পরিষদ মেম্বার,স্কুল শিক্ষক,সিএফএল দল,এডি সেন্টার,সিপি সদস্য, এনসিটিএফ সদস্যসহ ৫০ জন অংশগ্রহনকারী উপস্থিত ছিলেন।