Hygiene and Sanitation for all
To raising awareness among children about hygiene and sanitation National Children’s Task Force Chittagong displayed a drama at Chadgaun in Chittagong on 25 November 2015. In the drama they( NCTF ) put emphasis on wash hand, hygiene and sanitation to ensure good health for all.
স্যানিটেশন নিয়ে জনসচেতনতামূলক আলোচনা সভা ও নাটক পরিবেশন।
শাহরিয়ার তামিম সৌরভঃ চট্টগ্রাম, ২৫ নভেম্বর “সকলের জন্য স্যানিটেশন, নিশ্চিত হউক উন্নত জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ওয়ার্ল্ড ভিশন কর্ণফুলী আরবান এডিপি এবং ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) চট্টগ্রাম জেলার যৌথ আয়োজনে স্যানিটেশন নিয়ে জনসচেতনতামূলক “আলোচনা সভা ও নাটক পরিবেশনা” গত ২৫ নভেম্বর বুধবার বিকালে নগরীর চান্দগাঁওয়ের কাজীরডিয়া এলাকায় অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড ভিশন কর্ণফুলী আরবান এডিপির প্রোগ্রাম অফিসার কৃষ্টপর খ্যুইয়ার সভাপতিত্বে মমতা ফিউরিফিকেশনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলী আকবর, জাহেদুল আলম(স্বল্পদৈর্ঘ চলচিত্রনির্মাতাও অভিনেতা), শাহরিয়ার তামিম সৌরভ(শিশু সাংসদ, এনসিটিএফ), জান্নাতুল ফেরদৌস মমি(শিশু গবেষক, এনিসিটিএফ), আইনুন নিশাত সিনান, এমদাদুল হক প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাস্থ্যসম্মত নিরাপদ উন্নত জীবন গড়তে সকলকে সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। সচেতন হতে হবে শিশুদের ক্ষেত্রে। বেশীরভাগ শিশু অপরিষ্কার অবস্থায় থাকার কারণে শিশু অবস্থায় ঢলে পড়ে মৃত্যুর কোলে। তাই মায়েদের শিশুদের স্বাস্থ্যের প্রতি যথেষ্ট নজর দিতে হবে।
আলোচনা সভা শেষে এনসিটিএফ ৪নং ওয়ার্ড সদস্যরা স্যানিটেশন নিয়ে জনসচেতনতামূলক একটি নাটক পরিবেশন করে। যাতে ফুটে উঠে অসচেতনতা ও অপরিষ্কার থাকার ফলে শিশুদের স্বাস্থ্য ক্ষতির বিষয়টি। শিশুরা নাটকের মাধ্যমে তুলে ধরে স্যানিটেশনের প্রয়োজনীয়তা। উঠে আসে বিশুদ্ধ পানি পান, টয়লেট থেকে আসার পর সাবান দিয়ে হাত ধুয়া, খাওয়ার আগে ও পরে সাবান দিয়ে হাত ধুয়া, থালা-বাসন ভালোভাবে পরিষ্কার করা, পরিষ্কার পানি ব্যবহার সহ বিভিন্ন বিষয়। সবশেষে শিশুদের দ্বারা পরিবেশিত একটি জারি গানের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।