শিশু নির্যাতনের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা এনিসিটিএফের মানব্বন্ধন ও র্যালী (NCTF Chittagong arranged a ‘MANAB BANDHAN & RALLY’ against child abuse)
শিশু নির্যাতনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহব্বান।
সারাদেশে শিশু নির্যাতন ও শিশু হত্যার প্রতিবাদে মানব্বন্ধন করেছে ন্যাশনাল চিল্ড্রেন’স টাস্কফোর্স(এনসিটিএফ) চট্টগ্রাম জেলা। নগরীর পাচলাইশ এলাকাস্থ প্রবর্তক মোড়ে অনুষ্ঠিত মানব্বন্ধনে এনসিটিএফ সভাপতি শাহরিয়ার তামিম সৌরভের সভাপতিত্বে উক্ত মানব্বন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারগিস সুলতানা, শিশু সংগঠক, বাংলাদেশ শিশু একাডেমী চট্টগ্রাম। মানব্বন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি দেশে যেভাবে শিশু নির্যাতন ও শিশু হত্যা হচ্ছে তাতে আমরা খুবই উদ্বিগ্ন। এভাবে চলতে থাকলে দেশ হারাবে সম্ভাবনাময়ী দেশের কান্ডারীদের। আমরা এসব হত্যা কান্ডের সৌরভ বলেন, আমরা শুধু প্রশাসনকে এসব নির্যাতনের জন্য দায়ী করে থাকি। কিন্তু এ ব্যাপারে আমাদের নিজেদের মধ্যেও সচেতন হতে হবে। জাগ্রত করতে হবে মানবিক মূল্যবোধকে। আর আমরা চট্টগ্রাম এনসিটিএফ এসব নির্যাতনের বিরুদ্ধে সবাই সজাগ হওয়ার আহব্বান তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সভাপতির বক্তব্য শাহরিয়ার তামিম জানাচ্ছি। উক্ত মানব্বন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জান্নাত মমি, শরিফুল কাদের, জাহেদুল ইসলাম, চৈতী বিশ্বাস, তোয়াছিন আরাফাত ও আনিস। প্রসঙ্গত মানব্বন্ধনে এনসিটিএফ চট্টগ্রামের ৪ ও ১৮ নং ওয়ার্ড কমিটি অংশগ্রহন করে।