শিশুদের সুরক্ষায় হেল্পলাইন ‘১০৯৮’
দেশব্যাপী শিশুদের সুরক্ষায় প্রথমবারের মতো বিনা মূল্যে ‘হেল্পলাইন ১০৯৮’ চালু করা হয়েছে। দেশের যেকোনো প্রান্তে কোনো শিশু কোনো ধরনের সহিংসতা, নির্যাতন ও শোষণের শিকার হলে বিনা মূল্যে ১০৯৮ হেল্পলাইনে ফোন করে জানাতে পারবেন।
শিশু আইন ২০১৩–এর ধারা ৯০ অনুযায়ী, শিশু হেল্পলাইন ১০৯৮-এর উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধারা অনুযায়ী সহিংসতায় সবচেয়ে অরক্ষিত সুবিধাবঞ্চিত শিশু, আইনের সংস্পর্শে আসা শিশুর অধিকার লঙ্ঘিত হলে তার খবর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছাতে হবে।