নেএকোনা জেলার শিশু অধিকার পরিস্থিতি নিয়ে এনসিটিএফ’র সংবাদ সম্মেলন
নেএকোনা জেলার শিশু অধিকার পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর বিকাল ৩টায় ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) এর আয়োজনে নেএকোনা জেলা শিশু একাডেমির হল রুমে এ সংবাদ সম্মেলন এর আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থাপনা করেন এনসিটিএফ,নেএকোনা জেলার ভলেন্টিয়ার আলমগির হোসাইন। শুরুতেই লিখিত বক্তব্য পাঠ করেন, এনসিটিএফ নেএকোনা জেলার সাধারণ সম্পাদক আসিফ আদনান। তারপর বক্তব্য রাখেন শিশু সাংবাদিক আকিফ জামি আলভি, সহ-সভাপতি অমিত শর্মা সরকার, চাইল্ড পার্লামেন্ট মেম্বার আজারুল ইসলাম সজীব এবং আর অনেকেই। তারপর লিখিত ব্ক্তব্য দ্বারা এনসিটিএফ এর কার্যাবলী সম্পর্কে ধারণা দেন এনসিটিএফ, নেএকোনা জেলার সভাপতি সাজনীন আক্তার শ্রাবণী। এ সময় বক্তব্য দেন নেএকোনা জেলার শিশু বিষয়ক কর্মকর্তা মেহেদী জামান। সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, এনসিটিএফ শিশু সংগঠনটি বাংলাদেশ শিশু একাডেমি, সেভ দ্য চিলড্রেন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহায়তায় নেএকোনা ২০০৬ সাল থেকে জেলা পর্যায়ে কাজ করছে। এই সংগঠনে নেএকোনা জেলায় ১৮০ জন সদস্য রয়েছে যাদের বয়স ১২ থেকে ১৮ বছরের মধ্যে। এর মধ্যে ৯৫ জন ছেলে এবং ৮৫ জন মেয়ে।
সংবাদ সম্মেলন এ সময় উপস্থিত ছিলেন ১০ জন শিশু সাংবাদিক এবং বিশেষ বিভিন্ন পএিকার সাংবাদিক গণ।