Posts

সম্পন্ন হলো এক চিলতে হাসি

মোবারক হোসেন : ৩ জুলাই অনুষ্ঠিত হয়ে গেল এনসিটিএফ নরসিংদী কর্তৃক আয়োজিত হতদরিদ্র এবং পথশিশুদের নিয়ে ঈদ ইভেন্ট- “এক চিলতে হাঁসি ৪ “। টানা ৪র্থ বারের মতন জেলা কমিটির সদস্যদের আয়োজনে সফলভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। ৩ জুলাই রোজ বুধবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের সহযোগীতায় নরসিংদী এনসিটিএফ টিম এবার ৩০ জন শিশুর মুখে হাসি ফোটাতে সমর্থ হয়। 

মেহেদী উৎসব

মেহেদী উৎসব

অনুষ্ঠানটিকে ৩ টি ভাগে বিভক্ত করা হয়। প্রথমে সকল শিশুদের হাতে ঈদ মেহেদী পরিয়ে দেওয়া হয় এরপর শিশুদের মাঝে নতুন ঈদ জামা বিতরন করা হয়। সবশেষে শিশুদের ঈদ সালামি দেওয়া হয়। এসময় সেখানে জেলা কার্যকরী কমিটির সাথে উপস্থিত ছিলো এনসিটিএফ উপদেষ্টা কমিটি। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমাল হোসেন। এছাড়াও অনুষ্ঠানে ভলান্টিয়ার হিসেবে সহযোগীতা করে নরসিংদী প্রেসিডেন্সি কলেজ এর এনসিটিএফ উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দ।

নববর্ষে পথশিশুদের পাশে দাড়ালো কিশোরগঞ্জ এনসিটিএফ এর সদস্যরা

তনিমা রব তোড়া : নববর্ষকে অনেকেই অনেক রকমভাবে উদযাপন করে, কিন্তু কিছু পথশিশুদের মুখে হাসি ফুটিয়ে নববর্ষকে সবার জন্য আনন্দময় করে তোলার কাজটা হয়তো সবাই নেয় না। কিন্তু এ ধরনের ব্যাতিক্রমি চিন্তাই করেছে এবারের এনসিটিএফ কিশোরগঞ্জ এর সদস্যরা।   বাংলা নববর্ষে শিশুর মুখে হাসি ফুটিয়ে তুলেছে একদল তরুণ, তরুণী যা উপস্থিত অনেকেই আপ্লুত করেছে, করেছে বিমুগ্ধ।  প্রতি বছর বাংলা নববর্ষ বাঙালীর জীবনে আনন্দ নিয়ে আসলেও, প্রত্যেকের জীবনে তা সত্য নয়। এখনও আমাদের সমাজে হতদরিদ্ররা সংখ্যায় অনেক। তাদের মধ্যে তিনবেলা খেতে পারে এমন লোকের সংখ্যা নগন্য। জীবনের তাকিদে তারা সংগ্রাম করে যায় একবেলা খাবারের আশায়। বছরে তাদের সন্তানদের নতুন জামা দেয়ার মত ক্ষমতাটুকুও থাকে না। এসকল হতদরিদ্র শিশুদের নিয়ে দীর্ঘ বছর ধরে কাজ করে আসা ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স ( এনসিটিএফ)  জেলা কমিটি কিশোরগন্জ এবার শিশুদের মাঝে বস্র বিতরণ করে তাদের মুখে একটুকরো হাসি ফুটিয়ে তুলেছে।

শিশুদের মাঝে নতুন কাপড় বিতরন করা হচ্ছে।

শিশুদের মাঝে নতুন কাপড় বিতরন করা হচ্ছে।

এনসিটিএফ কিশোরগন্জ জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক তনিমা রব তোড়া – র উদ্দোগে এবং  জেলা কমিটির সকলের সহযোগীতায় বাংলা ১৪২৩ নববর্ষে বেলা ৩  ঘটিকায় শিশু একাডেমি প্রাঙ্গণে ৫০ জন হতদরিদ্র, পথশিশু এবং প্রতিবন্ধী শিশুদের মধ্যে বস্র বিতরণ কর্মসূচি পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষকা খালেদা ইসলাম, জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল, প্রধান শিক্ষক আবদুর রব,  শিশু একাডেমির গ্রন্থাগারিক আবুল কালাম আজাদ, জেলা কমিটির সকল সদস্য, অনেক সেচ্চাসেবক তরুণ – তরুণী সহ আরও অনেকে। নববর্ষের দিন বিকালে জেলা শিশু একাডেমি কার্যালয়ে এসব শিশুদের নিয়ে তাদের মা বাবারা এসেছিলেন। এসময় এনসিটিএফ এর সাবেক সাধারণ সম্পাদক তনিমা রব তোড়া এবং নব নির্বাচিত সভাপতি সাদিয়া আক্তার কলি শিশুদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। শেষে শিশুদের হাতে নতুন জামা কাপড় তুলে দেওয়া হয়। এসময় শিশুরা নতুন জামা পেয়ে গায়ের মলিন জামা রেখে তখনই নতুন জামা পরে নেয়। তখন সবার মুখেই জয়ের হাসি।