Posts

কিশোরগঞ্জে বিশ্ব শিশু দিবস ও জাতীয় শিশু অধিকার সপ্তাহ উদযাপন

তনিমা রব তোড়া : 

আজ ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে কিশোরগঞ্জে পালিত হলো – বিশ্ব শিশু দিবস ও জাতীয় শিশু অধিকার সপ্তাহ ২০১৫। ” শিশু গড়বে সোনার দেশ, পায় যদি সে পরিবেশ ” এই মূলমন্ত্রকে সামনে রেখে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স ( এনসিটিএফ)  ,  কিশোরগঞ্জ এবং বাংলাদেশ শিশু একাডেমীর যৌথ উদ্যোগে আয়োজিত হয় আজকের এই অনুষ্ঠান।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব আ.ফ.ম জাফরউল্লাহ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন  অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার , শিশু একাডেমীর কর্মকর্তাবৃন্দ ও জেলা এনসিটিএফ কার্যকরী কমিটি।

 

এনসিটিএফ জেলা কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখে শিশু গবেষক সাদিয়া অাক্তার কলি এবং শিশুদের নিয়ে বিনোদনমূলক বক্তব্য রাখে তনিমা রব তোড়া। শিশুদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, অবহেলিত শিশুদের নিয়ে কাজের পরিধি বাড়াতে হবে এবং নিজ পরিবারের শিশুর প্রতি অধিক যত্নশীল হতে হবে।

চিত্রাংকন প্রতিযোগিতায় অংঅংশগ্রহণকারীদের সাথে মনিটরিং করছে এনসিটিএফ সদস্যগন

চিত্রাংকন প্রতিযোগিতায় অংঅংশগ্রহণকারীদের সাথে মনিটরিং করছে এনসিটিএফ সদস্যগন

তিনটি গ্রুপে বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে বিশ্ব শিশু দিবস ও জাতীয় শিশু অধিকার সপ্তাহের প্রথম দিনটি উদযাপন করা হয়। সপ্তাহ জুড়ে শিশুদের নিয়ে চলবে এ অনুষ্ঠান। পরবর্তী কার্যক্রম গুলোর মধ্যে রয়েছে চত্রাংকন, কবিতা অাবৃতি, নাচ, একক অভিনয় ও গান।

আজকের প্রতিযোগিতার পুরস্কার বিতরন করছেন জেলা প্রশাসক মহোদয়

আজকের প্রতিযোগিতার পুরস্কার বিতরন করছেন জেলা প্রশাসক মহোদয়

সকল শিশুর জন্য এ অনুষ্ঠান এবং বরাবরের মত এনসিটিফ সর্বদাই শিশুদের পাশে থাকবে।

 

বিশ্ব শিশু দিবস ও জাতীয় শিশু অধিকার সপ্তাহ

শিমুল আহমেদ তরঙ্গ : 

” শিশু গড়বে সোনার দেশ, পায় যদি সে পরিবেশ ” – এই মূলমন্ত্রকে সামনে রেখে  আজ নরসিংদীতে ব্যাপক সমারোহে বিশ্ব শিশু দিবস ও জাতীয় শিশু অধিকার সপ্তাহ ২০১৫ এর শুভ উদ্বোধন  করা হয়। বাংলাদেশ শিশু একাডেমী এবং ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স এর যৌথ আয়োজনে  জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব খলিলুর রহমান খান সজীব এর সভাপতিত্বে অনুষ্ঠানটির শুভ সূচনা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন গ্রহন করেন জনাব সুরাইয়া বেগম ,অতিরিক্ত জেলা প্রশাসক ; নরসিংদী।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে জনাব সুরাইয়া বেগম বলেন,  শিশুর পূর্নাঙ্গ বিকাশের জন্য একটি সুস্থ ও শিশু সুলভ পরিবেশ চাই। এছাড়াও শিশুদের যেকোনো প্রয়োজনে জেলা প্রশাসন তাদের পাশে আছে বলে তিনি আশ্বাস দেন। এরপর এনসিটিএফ এর পক্ষে স্বগত বক্তব্য রাখেন  শিশু সাংবাদিক ও এনসিটিএফ কেন্দ্রীয় সম্পাদনা দলের সদস্য, শিমুল আহমেদ তরঙ্গ । এরপর জেলা শিশু একাডেমীর পক্ষ থেকে মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।   এরপর কবিতা আবৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।   অনুষ্ঠানে  এনসিটিএফ এর পক্ষে উপস্থিত ছিলো সভাপতি তাহুয়া  লাভিব , জেলা ভলান্টিয়ার এ.কে.এম সেলিম এবং এনসিটিএফ এর কেন্দ্রীয় ভলান্টিয়ার উম্মে হাবিবা বর্ষা ।

এরপর বেলা ১১:০০টায় শিশু শিল্পী স্মিহন এর সভাপতিত্বে  বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদেIMG_20151010_122123র নিয়ে   শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুরাও আলাদা ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।   এরপর কবিতা আবৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।   অনুষ্ঠানে  এনসিটিএফ এর পক্ষে উপস্থিত ছিলো সভাপতি তাহুয়া  লাভিব তুরা,  সাধারন সদস্য সামিয়া নিজাম,  শিশু গবেষক শাহাদাত, চাইল্ড পার্লামেন্ট সদস্য মুন্না,  জেলা ভলান্টিয়ার এ.কে.এম সেলিম এবং এনসিটিএফ এর কেন্দ্রীয় ভলান্টিয়ার উম্মে হাবিবা বর্ষা ।

National Child Rights Week Preparatory Meeting

Shimol Ahmed Taronga : 

NCTF Narsingdi  completed their preparatory meeting on 6 October 2015.They (NCTF members) discussed in this meeting about the celebration of National Child Rights Week and their possiblle future plan to organize new Union NCTF committee as well.


 

                                           শিশু অধিকার সপ্তাহ উদযাপনের প্রস্তুতিসভা সম্পন্ন

শিমুল আহমেদ তরঙ্গ :  

বিশ্ব শিশু দিবস ও জাতীয় শিশু অধিকার সপ্তাহ – ২০১৫ এ এনসিটিএফ এর অংশগ্রহণ উপলক্ষে আজ প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সহ এনসিটিএফ নরসিংদী জেলার কার্যকরী কমিটির সদস্যগন উপস্থিত ছিলেন।আজকের বিশেষ সভায় আসন্ন শিশু অধিকার সপ্তাহে এনসিটিএফ এর কার্যক্রম নির্ধারন করা হয়। এছাড়াও এনসিটিএফ নরসিংদী’র পরবর্তী পদক্ষেপ উপজেলা এবং ইউনিয়ন ভিত্তিক কমিটি গঠন এর ব্যাপরে বিস্তারিত আলোচনা করা হয়।

NCTF Sub Committee Organized in Bramanbaria.

National Children’s Task Force (NCTF) is chronologically being a giant child organization for children. NCTF continue its activity throughout the country to establish child rights in Bangladesh.

NCTF Bramanbaria visited two renowned schools name Bangladesh Gas Field School & college and Government Model Girls High School with a view to set up new school Sub-committee(NCTF) in order to keep continuing child rights advocacy in Bamanbaria district. On that day there was Additional Deputy Commissioner (Education and ICT) Mohammod Shamsul Houque as chief guest, Police Super Taposh Ronjon Ghos and the BSA officer. All NCTF members were present their including Md. Sayem Khandaker president NCTF Bramanbaria.

উৎসব মুখর পরিবেশে এনসিটিএফ উপ-কমিটি গঠন ও বরণ

ফুয়াদ হাসান: শিশু অধিকার বাস্তবায়নে অগ্রণী সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স(এনসিটিএফ) ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয়ে অদ্যাবধি পর্যন্ত

বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ স্কুল এন্ড কলেজের অংশগ্রহণকারী শিশুদের একাংশ

বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ স্কুল এন্ড কলেজের অংশগ্রহণকারী শিশুদের একাংশ

সুনামের সাথেসারাদেশে শিশুদের নিয়ে কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় অদ্য ৩ অক্টোবর, ২০১৫ তারিখে ব্রাহ্মণবাড়িয়া জেলার দুটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ স্কুল এন্ড কলেজগভ. মডেল গার্লস হাই স্কুলে উদ্বুদ্ধ কর্মশালা শেষে এনসিটিএফ জেলা কার্যনির্বাহী কমিটি বিদ্যালয় উপ-কমিটি গঠন করে।

গভ. মডেল গার্লস হাই স্কুলের উপ-কমিটি বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সামছুল হক। বিশেষ অতিথি ছিলেন সদর মডেল থানার সহকারি পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুণ হোসেইন, গভ. মডেল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক নাঈমা জান্নাত। পরে বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ স্কুল এন্ড কলেজ স্কুল উপ-কমিটি বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর মডেল

অংশগ্রহণকারী একাংশের মাঝে “বিড়াল-বাঘ” গেম পরিচালনা করছেন সভাপতি সায়েম খন্দকার

অংশগ্রহণকারী একাংশের মাঝে “বিড়াল-বাঘ” গেম পরিচালনা করছেন সভাপতি সায়েম খন্দকার

থানার সহকারি পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জজ কোর্টের এপিপি এড. মোহাম্মদ লোকমান হোসেন, বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ স্কুল এন্ড কলেজের প্রভাষক ওমর ফারুক মজুমদার। জেলা ভলান্টিয়ার অজিত চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় উক্ত দুটি অনুষ্ঠানে

গভ. মডেল গার্লস হাই স্কুলের শিক্ষার্থীদের মাঝে সেশন পরিচালনা করছেন সাধারণ সম্পাদক ফুয়াদ হাসান এবং ডেপুটি স্পিকার সাইদা আহসান লোপা

গভ. মডেল গার্লস হাই স্কুলের শিক্ষার্থীদের মাঝে সেশন পরিচালনা করছেন সাধারণ সম্পাদক ফুয়াদ হাসান এবং ডেপুটি স্পিকার সাইদা আহসান লোপা

এনসিটিএফ সভাপতি সায়েম খন্দকার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন চাইল্ড পার্লামন্টের ডেপুটি স্পিকার সাইদা সানজিদা লোপা।

কর্মশালা ও নির্বাচন পরিচালনায় ছিলেন সহ-সভাপতি জারিয়াতুল্লাহ খানম, সাধারণ সম্পাদক ফুয়াদ হাসান, সাংগঠনিক সম্পাদক তাহমিদ শাহরিয়ার, শিশু সাংবাদিক মাকসুদা চোধুরী পলি, চাইল্ড পার্লামেন্ট মেম্বার কানিজা খন্দকার চৈতি, সদস্য রাশেদুজ্জামান রিয়াদ।

 

 

ব্রাহ্মণবাড়িয়া জেলার আরো নিউজ:

এনাসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার কৃতি শিক্ষার্থী এবং মা সংবর্ধনা অনুষ্ঠিত

সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদের পোষাক বিতরণ

প্রত্যেক সাংবাদিককেই দেশ প্রেমিক হতে হবে

 

NCTF members of Narayangonj got ID card

Yeasin Ahmed Antu : 

National Children’s Task Force Narayangonj already completed their monthly meeting and provide identity card among NCTF members.


 

নারায়নগঞ্জে এনসিটিএফ সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরন 

ইয়াসিন আহমেদ অন্তু : 

আজ সকাল ৯:০০ টায় নারায়গঞ্জ এনসিটিএফ এর মাসিক সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় নারায়নগঞ্জ এনসিটিএফ কার্যনির্বাহী  কমিটির সদস্যদের  আইডি কার্ড প্রদান করা হয়।উক্ত সভায় উপস্থিত ছিলেন এনসিটিএফ এর জেলা ভলান্টিয়ার সেতু ও অভিজিৎ সাহা এবং এনসিটিএফ এর কেন্দ্রীয় ভলান্টিয়ার ,উম্মে হাবিবা বর্ষা।সভায় আরো উপস্তিত ছিলো অনন্ত, অন্তু,সাইভিদ, এবং সাধারণ সদস্য আদিয়া।

শিশু ফোরাম এর বার্ষিক মূল্যায়ন সভা অনুষ্ঠিত

শামস আল জাফর : গত ১৫ই সেপ্টেম্বর শিশু ফোরাম,ময়মনসিংহ সদর শাখা এবং এডিবি ওয়ার্ল্ড ভিশন এর সহযোগীতায় অনুষ্ঠিত হয় শিশু ফোরাম এর বার্ষিক মূল্যায়ন সমাবেশ-২০১৫।” আমরা মুক্তরি পায়রা ” পতিপাদ্য কে সামনে রেখে জেলা শিল্পকলা একাডেমি এর হল রুমে এই অনুষ্ঠানের  আয়োজন করা হয় ।

অনুষ্ঠানটি শুরু হয় সকাল ৯:৩০ মিনিটে এবং সারাদিন ব্যাপি চলে । উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উজ্জ্বল বিশ্বাস(স্পন্সরশীপ কো – অর্ডিনেটর ,বৃহত্তর ময়মনসিংহ অঞ্জল), এনসিটিএফ ময়মনসিংহ জেলার সভাপতি শামস আল জাফর , ঢাকা যুব ফোরাম এর সভাপতি নীজাম হোসাইন , রাজু উইলিয়াম রোজারিও ( ডিডিপি ম্যানেজার ময়মনসিংহ )।

জনাব উজ্জ্বল বিশ্বাস তার শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে এনসিটিএফ এর সভাপতি শামস আল জাফির এবং নীজাম হোসাইন(সভাপতি, ঢাকা যুব ফোরাম) উৎসাহ মুলক বক্তব্য প্রদান করেন।তারপর বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।প্রতিযোগিতার অংশ হিসাবে ছিল শিশু ফোরাম এর কার্যক্রম বিষয়ক প্রতিযোগিতা,নাচ ,গান ও দেয়ালিকা প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু ফোরাম গুলো হচ্ছেঃকাচিঝুলি নবপ্রাণ শিশু ফোরাম,আর কে মিশন নক্ষত্র শিশু ফোরাম,কাশর সূর্য মুখী শিশু ফোরাম,পাটগুদাম ধুমকেতু শিশু ফোরাম,সানকী পাড়া শিশু ফোরাম।এছাড়া অনসাম্বাল থিয়েটার এর উপস্থাপনায় একটি বাল্যবিবাহের একটি সচেতনামুলক নাটকের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শেষঅংশে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন । অনুষ্ঠানের প্রধান অতিথি, ডমিনিক রঞ্জন পিউরিফিকেশন আর এফ ডি ( বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল ,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ)। তারপর পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়যাতে দেয়ালিকা প্রতিযোগিতায় প্রথম হয় সুর্যমুখি শিশু ফোরাম,গানে প্রথম হয় নবপ্রান শিশু ফোরাম,নাচে প্রথম হয় নক্ষত্র শিশু ফোরাম ও শিশু ফোরামের বার্ষিক কার্যক্রম প্রতিযোগিতায় প্রথম হয় ধুমেকেতু শিশু ফোরাম।অনুষ্ঠানের শেষে  শিশু ফোরাম ময়মনসিংহ এর সভাপতি শাকিল সবাইকে ধন্যবাদ জানিয়ে তার সমাপনী বক্তব্যের মধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন ।

এনসিটিএফ নরসিংদী জেলার টিএফডি প্রশিক্ষন সম্পন্ন

শিমুল আহমেদ তরঙ্গ :গতকাল শেষ হলো ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ)  নরসিংদী জেলা কর্তৃক আয়োজিত বিশেষ প্রশিক্ষন কর্মশালা ” থিয়েটার ফর ডেভলাপমেন্ট – উন্নয়নের জন্য নাটক ( টিএফডি )  ” । এনসিটিএফ নরসিংদী জেলা কমিটির উদ্যোগে ২দিন ব্যাপি এই ভিন্নধর্মী প্রশিক্ষন কর্মশালার আয়োজন করা হয় । প্রশিক্ষনের ভ্যেনু হিসেবে  ছিলো ” চিনিশপুর দ্বীপশিখা মহিলা সমিতি ( সিডিএমএস) প্রশিক্ষন কেন্দ্র ” ।

নাটক পরিবেশন করছে এনসিটিএফ সদস্যগন

নাটক পরিবেশন করছে এনসিটিএফ সদস্যগন

টিএফডি প্রশিক্ষনের প্রধান প্রশিক্ষক হিসেবে ছিলেন এটিএন নিউজ এর সিনিয়র অনলাইন ভিডিও ইডিটর, জনাব সাজ্জাদ হোসেন; ঝিনুকমালা নাট্য দলের  সম্পাদক

জনাব রফিকুল ইসলাম । বর্তমান সামাজিক প্রেক্ষাপটে যুব সমাজকে ইভটিজিং এবং মাদক সেবনের হাত থেকে রক্ষা করার জন্য সচেতনতা  মূলক পথনাটক তৈরীর উদ্দেশ্যেই মূলত এ কর্মশালার আয়োজন করা হয়।সিডিএমএস এর সার্বিক সহযোগিতায় প্রশিক্ষনের শেষে এনসিটিএফ কমিটি ” পরিবর্তন ” নামক বিশেষ পথনাটক তৈরী করে। পরে বিকেলে প্রশিক্ষন কেন্দ্র প্রাঙ্গনে এ নাটাকটি উপস্থাপন করা হয়। সেখানে প্রশিক্ষক গনদের সাথে আরও উপস্থিত ছিলেন এনসিটিএফ এর কেন্দ্রীয় ভলান্টিয়ার , উম্মে হাবিবা বর্ষা ; সিডিএমএস এর পরিচালক জনাব ছফুরা বেগম ।

 প্রশিক্ষন শেষে এনসিটিএফ টিম সিডিএমএস এবং প্রশিক্ষকদের আন্তরিক ধন্যবাদ জানায়। সমাপনী বক্তব্যে জনাব সিডিএমএস এর পরিচালক জনাব সাফুরা বেগম বলেন, এনসিটিএফ কে সাহায্য করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত  । এবং পরবর্তীতে এনসিটিএফ এর যেকোনো উদ্যোগে তাকে পাশে পাওয়া যাবে বলেও আশ্বাস দেন  ।

এনসিটিএফ নারায়নগঞ্জের মাসিক সভা অনুষ্ঠিত


ইয়াসিন আহমেদ অন্তু : 

আজ ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স ( এনসিটিএফ)  নারায়নগঞ্জ জেলার সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিশু একাডেমী র নারায়নগঞ্জ কার্যালয়ে , এনসিটিএফ কক্ষে সভা অনুষ্ঠিত হয় ।

সভা চলাকালীন এনসিটিএফ সদস্যগন

সভা চলাকালীন সময়ে এনসিটিএফ সদস্যগন

সভায় উপস্থিত ছিলেন এনসিটিএফ এর কেন্দ্রীয় ভলান্টিয়ার উম্মে হাবিবা বর্ষা ,  জেলা ভলান্টিয়ার অভিজিৎ মল্লিক এবং জেলা কার্যকরী কমিটির সদস্যগন।

 

সভায় এনসিটিএফ এর পক্ষ থেকে বিদ্যালয় পরিদর্শন এবং এনসিটিএফ স্কুল কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

শিশু অধিদপ্তর করার দাবীতে কিশোরগঞ্জে স্মারকলিপি প্রদান

তনিমা রব তোড়া : গত ৮ সেপ্টেম্বর রোর বুধবার শিশু একাডেমীকে শিশু বিষয়ক অধিদপ্তরে রুপান্তরের দাবীতে  কিশোরগঞ্জে জেলা এনসিটিএফ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বরাবর জেলা প্রশাসক মহোদয়ের নিকট শিশু ও অভিবাবকদের সম্মতি সরুপ শিশুদের স্বাক্ষর সম্বলিত স্মারকলিপি প্রদান করে ৷এ সময় সেখানে উপস্থিত ছিল এনসিটিএফ কার্যকরী  কমিটির শিশু সাংবাদিক, শিশু গবেষক, ভলান্টিয়ার এবং সদস্য সহ আরো অনেকে ৷ স্মারকলিপি প্রদানের পর জেলা প্রশাসকের সাথে সৌজন্য আলোচনা করা হয় ৷

শিশুদের উদ্যোগে শিশুদের আনন্দ

শাহরিয়ার হৃদয়

১৪ জুলাই,মঙ্গলবার এনসিটিএফ-ফেনী জেলা কমিটি সুবিধাবঞ্চিত ২০জন শিশুর মাঝে ঈদ উপহার বিতরণ করে।

বাংলাদেশ শিশু একাডেমী,ফেনী জেলা মিলনায়তনে“একটি নতুন জামা,একটি হাসিমুখ”-শিরনামে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নুরুল আবছার ভূঁইয়া । উপস্থিত ছিল জেলা কমিটির সকল সদস্য।

যেসব শিশু দূরবর্তী স্থান থেকে আসতে পারেনি,তাদের ঈদ উপহার(জামা) তাদের বাসায় পৌঁছে দেয়া হয়।