Posts

এমএমসির শিশু সাংবাদিক প্রশিক্ষণ সমাপ্ত।

MMC Training ঢাকাস্থ মনসুরাবাদ আদাবর এ SPED-RRTC প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হওয়া ০৬-০৫-২০১৪ইং থেকে ০৭-০৫-২০১৪ইং ২দিন ব্যাপী আবাসিক শিশু সাংবাদিক প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। গণমাধ্যম বিষয়ক উন্নয়ন সংস্থা ম্যাস লাইন মিডিয়া সেন্টার (এম এম সি) আয়োজনে এবং সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল (এসসিআই) এর সহযোগিতায় এ প্রশিক্ষণে ঢাকা বিভাগের ১০ টি জেলা এনসিটিএফ (ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স) এর ২ জন করে নির্বাচিত মোট ১৮ জন শিশু সাংবাদিক অংশগ্রহণ করেন। যার মধ্যে ৯জন ছেলে শিশু ও ৯জন মেয়ে শিশু। এম এম সির প্রকল্প কর্মকর্তা সাইফ মাহদীর ব্যবস্থাপনায় এবং প্রকল্প সমন্বয়কারী আমিনা ফেরদৌস মনির সার্বিক তত্ত্বাবধানে এ প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ছিলেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ(পিআইবি) এর সহকারী সম্পাদক শাহেলা আক্তার। সহায়ক হিসেবে ছিলেন এমএমসির যুব স্বেচ্ছাসবেক মোঃ জামাল হোসেন (হৃদয়), এনসিটিএফ এর কেন্দ্রিয় যুব স্বেচ্ছাসেবক সুমনা ইসলাম শিল্পী। প্রশিক্ষণে অংশগ্রহণকারী জেলাসমূহ হচ্ছে ঢাকা, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, টাঙ্গাইল, গাজীপুর, ফরিদপুর, জামালপুর, শরিয়তপুর, রাজবাড়ী। উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা প্রত্যক্ষ ভোটে ২ জন বিভাগীয় প্রতিনিধি নির্বাচিত করে তারা হলো ঢাকা জেলার রমজান এবং রাজবাড়ী জেলার প্রভা। জেলা শিশু প্রতিনিধি হিসেবে যারা যারা থাকছেন, মাহিদুর রহমান (মানিকগঞ্জ), মুহিব (মাদারীপুর), রোমা (গোপালগঞ্জ), সাকিব (টাঙ্গাইল), অলি (গাজীপুর), আনিকা (ফরিদপুর), রমজান (ঢাকা), স্বরন (জামালপুর), ঝুমুর (শরিয়তপুর), অরিত্র (রাজবাড়ী) -মোঃ জামাল হোসেন (হৃদয়)।।