Posts

সামাজিক উদ্যোক্তাদের স্বপ্নের প্লাটফর্ম এমএসএসসি !!

MMCইসতিয়াক আহমেদ শাওন: বিল্ড সোস্যাল রিলেশনশিপ, স্টে এ্যালাইভ স্লোগানকে সামনে রেখে ২০১৩ সালের মাঝামাঝিতে স্থানীয়ভাবে যাত্রা শুরু করে মাদারীপুরে মাদারীপুর সোস্যাল সার্ভিস ক্লাব (এমএসএসসি) । সামাজিক সম্পর্ক তৈরির মাধ্যমে সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করার লক্ষ্যে গত বছর রমজানের ঈদের আগে “প্রজেক্ট নতুন জামা” কর্মসূচির মাধ্যমে এমএস্েসসি পথচলা শুরু করে। কোরবানির ঈদের আগে মাদারীপুর স্বাধীনতা অঙ্গনে ২য় বারের মতো আয়োজন করা হয় প্রজেক্ট নতুন জামা। খানেকটা বিরতি নিয়ে ডিসেম্বরের শেষ সপ্তাহে ক্লাবের পক্ষ থেকে মাদারীপুরে শীতার্থ মানুষের কাছে পৌঁছে দেয়া হয় শীতবস্ত্র। যে উদ্যোগের নাম ছিলো “প্রজেক্ট উষ্ণতা”। বলছি প্রজেক্ট নতুন জামার গল্পও। স্থানীয় দরিদ্র, পথ শিশু যারা ঈদ উপলক্ষে সুবিধাভোগী শিশুদের মতো নতুন জামা কিনতে পারে না তাদেরকে ঈদের আগে নতুন জামা কিনে দেয়ার উদ্যোগের নামই প্রজেক্ট নতুন জামা। প্রজেক্ট নতুন জামা উদ্যোগের মাধ্যমে যথাক্রমে ৩২ এবং ৫০ জন শিশুর মাঝে নতুন জামা বিতরণ করা হয়। ক্লাবের আরেকটি ব্যতিক্রমধর্মী উদ্যোাগ “প্রজেক্ট স্কুলিং”। এ বছরের শুরুতে গত ০৬ জানুয়ারি মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ১০০ জন দরিদ্র তবে মেধাবী স্কুল পড়–য়া শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হয় নতুন স্কুল ব্যাগ। এ প্রসঙ্গে ক্লাবের একজন উদ্যোক্তা এবং প্রজেক্ট স্কুলিং এর সম্বনয়ক জানান বছরের শুরুতে সরকারের বই উৎসবের সাথে মাদারীপুরে অনুষ্ঠিত হল ব্যাগ উৎসব। বছরের শুরুতে নতুন বইয়ের সাথে নতুন স্কুল ব্যাগ পাওয়ায় শিক্ষার্থীদের পড়াশুনা তথা স্কুলের প্রতি আগ্রহ বৃদ্ধিপাবে বলে ধারনা করছেন ক্লাবের উদ্যোক্তারা। উদ্যোক্তারা প্রায় সবাই পেশাগত অথবা উচ্চশিক্ষা’র জন্য মাদারীপুরের বাইরে দেশের বিভিন্ন স্থানে অবস্থান করছেন। তবে তারা সবাই মাদারীপুরের সন্তান এবং বিভিন্ন উৎসবে বা বিশেষ কোন ছুটিতে মাদারীপুরে একত্রিত হন। ক্লাবের আহবায়ক জানান সামাজিক উদ্যোক্তাদের স্বপ্নের প্লাটফর্ম মাদারীপুর সোস্যাল সার্ভিস ক্লাব। আগামীতে ক্লাবের পক্ষ্য থেকে মাদকের বিরুদ্ধে গনসচেতনতা তৈরির লক্ষে “নিরবতার মুক্তি” নামে একটি উদ্যোগ গ্রহনের কথা ভাবছেন তারা। পাশাপাশি ক্ষুদে এবং তরুণ সামাজিক উদ্যোক্তাদের নিয়ে “প্রজেক্ট ফরওয়ার্ড” নামে নিয়ে আরেকটি প্রতিযোগিতা মূলক ইভেন্ট’র আয়োজন করতে যাচ্ছে এমএসএসসি। আগামী ১৫ জুন থেকে এমএসএসসি এর আয়োজনে ৪ দিন ব্যাপি এক চলচ্চিত্র প্রদর্শনী শুরু হতে যাচ্ছে মাদারীপুওে হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরিতে। উক্ত চলচ্চিত্র প্রদর্শনী হতে সংগ্রীহিত অর্থ যাবে প্রজেক্ট নতুন জামা কর্মসূচিতে। উদ্যোগ হোক ছোট কিম্বা বড় – সেটি উদ্যোগ। আর সে উদ্যোগের মাধ্যমে যদি একজন মানুষও উপকৃত হয়, সমাজের ক্ষুদ্র অংশটিও উপকৃত হয়, পরিবর্তীত হয় তবে সে উদ্যোগকে ছোট করে দেখার কোন সুযোগ নেই বলে বিশ্বাস করেন তরুণ এই সামাজিক উদ্যোক্তারা। সবকিছুর পরে তাঁরা মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্ববোধকে ফাঁকি না দেয়ার প্রত্যয়ে, তারুণ্যের সজীবতার প্রলেপ সমাজের ইতিবাচক পরিবর্তনে লেপে দেয়ার উদ্দেশ্যে একত্রিত হয়েছেন এই প্লাটফর্মে। প্রতি বছরই প্রজেক্ট নতুন জামা, প্রজেক্ট উষ্ণতা এবং প্রজেক্ট স্কুলিং অব্যাহত থাকবে এবং প্রজেক্ট ফরওয়াড উদ্যোগটি মাধমে স্থানীয় পর্যায়ে সম্পূর্ন ভিন্ন আঙ্গিকে কিছু করার স্বপ্ন দেখছেন উদ্যোক্তারা। উদ্যোক্তাদের মাসিক চাঁদা এবং প্রজেক্ট’র পূর্বে সংগ্রীহিত অনুদানের মাধ্যমে চলছে এমএসএসসি এর সকল কর্মকান্ড।