Posts

এনসিটিএফ কিশোরগঞ্জ এর মাসিক সভা অনুষ্ঠিত

অাব্দুল্লাহ অাল অাসিফ : গত ২৩ সেপ্টেম্বর সকাল দশটায় এনসিটিএফ কিশোরগঞ্জ এর কার্যকরী কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মিটিং এ অামাদের পরবর্তী কার্যক্রম ২৯ তারিখে ডিসি অফিসের কনফারেন্স রুমে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্স ও মানববন্ধন বিষয়ে অালোচনা করা হয়।

ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

অাব্দুল্লাহ অাল অাসিফ : ১৯-০৮-১৬ শুক্রবার সকাল দশটায় এনসিটিএফ কিশোরগঞ্জ এর সদস্যদের নিয়ে হয়ে গেল ওরিয়েন্টেশন কর্মশালা। কর্মশালায় শিশু একাডেমির প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।কর্মশালায় দেশাত্মবোধক দেশপ্রেম, বাঙালি ঐতিহ্য ও দেশীয় সংস্কৃতিতে উদ্বুদ্ধ করণের মাধ্যমে জঙ্গিবাদ ও অপসংস্কৃতি রহিত করনের বিষয়ে অালোচনা করা হয়। উক্ত কর্মশালায় এনসিটিএফ কিশোরগঞ্জ এর সম্মানিত সভাপতি জঙ্গিবাদ বিরোধী বক্তব্য রাখেন।তিনি সকলকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাসী কার্যকলাপ প্রতিরোধের জন্য অাহব্বান জানান।

এনসিটিএফ কিশোরগঞ্জ কমিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

আব্দুল্লাহ আল আসিফ :  গত ৫ জুলাই এনসিটিএফ কিশোরগঞ্জ জেলা কমিটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নবনির্বাচিত জেলা কার্যকরী কমিটির উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন  বাংলাদেশ শিশু একাডেমী, কিশোরগঞ্জ এর কর্মকর্তা বৃন্দ এবং প্রাক্তন এনসিটিএফ কমিটির সদস্যবৃন্দ।

নববর্ষে পথশিশুদের পাশে দাড়ালো কিশোরগঞ্জ এনসিটিএফ এর সদস্যরা

তনিমা রব তোড়া : নববর্ষকে অনেকেই অনেক রকমভাবে উদযাপন করে, কিন্তু কিছু পথশিশুদের মুখে হাসি ফুটিয়ে নববর্ষকে সবার জন্য আনন্দময় করে তোলার কাজটা হয়তো সবাই নেয় না। কিন্তু এ ধরনের ব্যাতিক্রমি চিন্তাই করেছে এবারের এনসিটিএফ কিশোরগঞ্জ এর সদস্যরা।   বাংলা নববর্ষে শিশুর মুখে হাসি ফুটিয়ে তুলেছে একদল তরুণ, তরুণী যা উপস্থিত অনেকেই আপ্লুত করেছে, করেছে বিমুগ্ধ।  প্রতি বছর বাংলা নববর্ষ বাঙালীর জীবনে আনন্দ নিয়ে আসলেও, প্রত্যেকের জীবনে তা সত্য নয়। এখনও আমাদের সমাজে হতদরিদ্ররা সংখ্যায় অনেক। তাদের মধ্যে তিনবেলা খেতে পারে এমন লোকের সংখ্যা নগন্য। জীবনের তাকিদে তারা সংগ্রাম করে যায় একবেলা খাবারের আশায়। বছরে তাদের সন্তানদের নতুন জামা দেয়ার মত ক্ষমতাটুকুও থাকে না। এসকল হতদরিদ্র শিশুদের নিয়ে দীর্ঘ বছর ধরে কাজ করে আসা ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স ( এনসিটিএফ)  জেলা কমিটি কিশোরগন্জ এবার শিশুদের মাঝে বস্র বিতরণ করে তাদের মুখে একটুকরো হাসি ফুটিয়ে তুলেছে।

শিশুদের মাঝে নতুন কাপড় বিতরন করা হচ্ছে।

শিশুদের মাঝে নতুন কাপড় বিতরন করা হচ্ছে।

এনসিটিএফ কিশোরগন্জ জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক তনিমা রব তোড়া – র উদ্দোগে এবং  জেলা কমিটির সকলের সহযোগীতায় বাংলা ১৪২৩ নববর্ষে বেলা ৩  ঘটিকায় শিশু একাডেমি প্রাঙ্গণে ৫০ জন হতদরিদ্র, পথশিশু এবং প্রতিবন্ধী শিশুদের মধ্যে বস্র বিতরণ কর্মসূচি পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষকা খালেদা ইসলাম, জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল, প্রধান শিক্ষক আবদুর রব,  শিশু একাডেমির গ্রন্থাগারিক আবুল কালাম আজাদ, জেলা কমিটির সকল সদস্য, অনেক সেচ্চাসেবক তরুণ – তরুণী সহ আরও অনেকে। নববর্ষের দিন বিকালে জেলা শিশু একাডেমি কার্যালয়ে এসব শিশুদের নিয়ে তাদের মা বাবারা এসেছিলেন। এসময় এনসিটিএফ এর সাবেক সাধারণ সম্পাদক তনিমা রব তোড়া এবং নব নির্বাচিত সভাপতি সাদিয়া আক্তার কলি শিশুদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। শেষে শিশুদের হাতে নতুন জামা কাপড় তুলে দেওয়া হয়। এসময় শিশুরা নতুন জামা পেয়ে গায়ের মলিন জামা রেখে তখনই নতুন জামা পরে নেয়। তখন সবার মুখেই জয়ের হাসি।

নীরবে চাপা পড়ছে আরো একটি স্বপ্ন

তনিমা রব তোড়া : ইয়াসিন নামের ছেলেটি। বয়স ১৩ কি ১৪। তাকে প্রতিদিন পাড়ার সামনের  মুদির দোকানটিতে দেখা যায়। ইয়াসিন মুদির দোকানে কাজ করে।  সাধারণত এই বয়সের  শ্রমজীবী শিশুরা যেমন চঞ্চল আর দুষ্ট প্রকৃতির হয় ইয়াসিন মোটেই তাদের দলের নয়। শান্ত আর ভদ্র সে ছেলেটি বুকের মধ্যে চেপে রেখেছে হাজারও কষ্ট। সারাদিন দোকানে থাকে আর দোকানের সব কাজ করে। স্কুলে যাওয়ার ব্যাপারে  জানতে চাইলে সে বলে, – ” আগে স্কুলে যাইতাম। এখন আর যাইতে পারি না। সারাদিন দোকানেই থাকন লাগে, ইচ্ছা আছিল পড়ালেখা করমু কিন্তুু বাবায় এইহানে পাঠায় দিসে ”। বেতনের কথা জিজ্ঞেস করলে সে জানায়, যে টাকা বেতন পায় সেটা বাবা মায়ের কাছে পাঠিয়ে দেয় আর এখানে থাকা খাওয়া সব মালিকে দেয়। দোকানে কাজ করে পড়াশুনা করা অসম্ভব তাই স্কুলে যাওয়া বন্ধ হয়েছে  আগেই। ইয়াসিনের স্বপ্ন ছিল লেখাপড়া করে চাকুরী করবে। কিন্তু দারিদ্রতার  কাছে হার মেনে চাপা পড়ে যাচ্ছে আরও  একটি স্বপ্ন

কিশোরগঞ্জে বিশ্ব শিশু দিবস ও জাতীয় শিশু অধিকার সপ্তাহ উদযাপন

তনিমা রব তোড়া : 

আজ ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে কিশোরগঞ্জে পালিত হলো – বিশ্ব শিশু দিবস ও জাতীয় শিশু অধিকার সপ্তাহ ২০১৫। ” শিশু গড়বে সোনার দেশ, পায় যদি সে পরিবেশ ” এই মূলমন্ত্রকে সামনে রেখে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স ( এনসিটিএফ)  ,  কিশোরগঞ্জ এবং বাংলাদেশ শিশু একাডেমীর যৌথ উদ্যোগে আয়োজিত হয় আজকের এই অনুষ্ঠান।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব আ.ফ.ম জাফরউল্লাহ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন  অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার , শিশু একাডেমীর কর্মকর্তাবৃন্দ ও জেলা এনসিটিএফ কার্যকরী কমিটি।

 

এনসিটিএফ জেলা কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখে শিশু গবেষক সাদিয়া অাক্তার কলি এবং শিশুদের নিয়ে বিনোদনমূলক বক্তব্য রাখে তনিমা রব তোড়া। শিশুদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, অবহেলিত শিশুদের নিয়ে কাজের পরিধি বাড়াতে হবে এবং নিজ পরিবারের শিশুর প্রতি অধিক যত্নশীল হতে হবে।

চিত্রাংকন প্রতিযোগিতায় অংঅংশগ্রহণকারীদের সাথে মনিটরিং করছে এনসিটিএফ সদস্যগন

চিত্রাংকন প্রতিযোগিতায় অংঅংশগ্রহণকারীদের সাথে মনিটরিং করছে এনসিটিএফ সদস্যগন

তিনটি গ্রুপে বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে বিশ্ব শিশু দিবস ও জাতীয় শিশু অধিকার সপ্তাহের প্রথম দিনটি উদযাপন করা হয়। সপ্তাহ জুড়ে শিশুদের নিয়ে চলবে এ অনুষ্ঠান। পরবর্তী কার্যক্রম গুলোর মধ্যে রয়েছে চত্রাংকন, কবিতা অাবৃতি, নাচ, একক অভিনয় ও গান।

আজকের প্রতিযোগিতার পুরস্কার বিতরন করছেন জেলা প্রশাসক মহোদয়

আজকের প্রতিযোগিতার পুরস্কার বিতরন করছেন জেলা প্রশাসক মহোদয়

সকল শিশুর জন্য এ অনুষ্ঠান এবং বরাবরের মত এনসিটিফ সর্বদাই শিশুদের পাশে থাকবে।

 

NCTF did an opinion sharing meeting With Deputy commissioner

National Children’s Task Force (NCTF) is rapidly growing towards a vast child organization for children. NCTF continue its activity throughout the country to establish child rights in Bangladesh. On 24th October 2015, NCTF Kisorgonj completed an opinion sharing meeting with the Deputy Commissioner (DC) of Kisorgonj regarding child rights and protection issues. Beside that NCTF narrated their yearly plan and activity to the DC. He (DC) said to the NCTF committee that they are free to come directly to him (DC) regarding child marriage issue and he will be always next to NCTF for their advocacy.


 

জেলা প্রশাসকের সাথে কিশোরগঞ্জ এনসিটিএফ  এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

তনিমা রব তোড়া : 

সকল শিশু সুরক্ষা এবং শিশু অধিকার বাস্তবায়ন এর লক্ষ্যে এনসিটিএফ একযোগে কাজ করে যাচ্ছে।  তারই ধারাবাহিকতায় কিশোরগঞ্জ এনসিটিএফ এর বার্ষিক কর্মপরিকল্পনা অনুযায়ী গত ২৪ সেপ্টেম্বর জেলা প্রশাসকের সাথে এনসিটিএফ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা নিবার্হী কমিটির সদস্যবৃন্দ, সাধারণ সম্পাদক, শিশু গবেষক, শিশু সাংবাদিক, চাইল্ড পার্লামেন্ট মেম্বার এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সহ আরে অনেকে উপস্থিত ছিলেন। কমিটির পক্ষ থেকে সাধারণ সম্পাদক  তনিমা রব তোড়া জেলা প্রশাসককে শিশুদের লেখা নিয়ে প্রকাশিত মুখপত্র, আমাদের গল্প পত্রিকা, বই এবং বার্ষিক পরিকল্পনা প্রদান করেন।

জেলা প্রশাসককে এনসিটিএফ এর কর্মকান্ড সর্ম্পকে অবহিত করা হয়।  এসময় কথা হয় গত এক বছরের কর্মকান্ড এবং কাজ করতে গিয়ে কিছু প্রতিবন্ধকতার কথা। বাল্যবিবাহের বিষয়টি প্রথমত বিবেচনায় রেখে শিশু শ্রম, শিশু নির্যাতন, মাদক এবং ঝুকিপূর্ণ স্থানে শিশুদের উপস্থিতির হার বৃদ্ধি সহ বিভিন্ন আলোচনা তুলে ধরেন। শিশু গবেষক এবং সাংবাদিকদের সংবাদ সংগ্রহের ক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতার কথা তুলে ধরা হয়। জেলা প্রশাসক কিশোরগঞ্জ জেলা এনসিটিএফ কমিটিকে আশ্বস্ত করে বলেন, শিশুদের নিয়ে এমন একটি সংঘটনে তিনি যে কোন সহায়তা করার চেষ্টা করবেন। বাল্যবিবাহ সম্পর্কে তিনি বলেন, বাল্যবিবাহের যে কোন ঘটনা আমাকে সরাসরি জানাবে। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার দায়িত্ব আমার। এছাড়াও তিনি এনসিটিএফ কমিটির সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং তাদের পড়ালেখার প্রতি অধিক মনযোগী হবার পরামর্শ দেন। জেলার নতুন জেলা প্রশাসকের  এমন আন্তরিক আলোচনা সভা কমিটির সকলের মনে সক্রিয়ভাবে কাজ করার অনুপ্রেরনা জাগিয়েছে ।

শিশু অধিদপ্তর করার দাবীতে কিশোরগঞ্জে স্মারকলিপি প্রদান

তনিমা রব তোড়া : গত ৮ সেপ্টেম্বর রোর বুধবার শিশু একাডেমীকে শিশু বিষয়ক অধিদপ্তরে রুপান্তরের দাবীতে  কিশোরগঞ্জে জেলা এনসিটিএফ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বরাবর জেলা প্রশাসক মহোদয়ের নিকট শিশু ও অভিবাবকদের সম্মতি সরুপ শিশুদের স্বাক্ষর সম্বলিত স্মারকলিপি প্রদান করে ৷এ সময় সেখানে উপস্থিত ছিল এনসিটিএফ কার্যকরী  কমিটির শিশু সাংবাদিক, শিশু গবেষক, ভলান্টিয়ার এবং সদস্য সহ আরো অনেকে ৷ স্মারকলিপি প্রদানের পর জেলা প্রশাসকের সাথে সৌজন্য আলোচনা করা হয় ৷