Posts

কিশোরগঞ্জে বিশ্ব শিশু দিবস ও জাতীয় শিশু অধিকার সপ্তাহ উদযাপন

তনিমা রব তোড়া : 

আজ ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে কিশোরগঞ্জে পালিত হলো – বিশ্ব শিশু দিবস ও জাতীয় শিশু অধিকার সপ্তাহ ২০১৫। ” শিশু গড়বে সোনার দেশ, পায় যদি সে পরিবেশ ” এই মূলমন্ত্রকে সামনে রেখে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স ( এনসিটিএফ)  ,  কিশোরগঞ্জ এবং বাংলাদেশ শিশু একাডেমীর যৌথ উদ্যোগে আয়োজিত হয় আজকের এই অনুষ্ঠান।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব আ.ফ.ম জাফরউল্লাহ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন  অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার , শিশু একাডেমীর কর্মকর্তাবৃন্দ ও জেলা এনসিটিএফ কার্যকরী কমিটি।

 

এনসিটিএফ জেলা কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখে শিশু গবেষক সাদিয়া অাক্তার কলি এবং শিশুদের নিয়ে বিনোদনমূলক বক্তব্য রাখে তনিমা রব তোড়া। শিশুদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, অবহেলিত শিশুদের নিয়ে কাজের পরিধি বাড়াতে হবে এবং নিজ পরিবারের শিশুর প্রতি অধিক যত্নশীল হতে হবে।

চিত্রাংকন প্রতিযোগিতায় অংঅংশগ্রহণকারীদের সাথে মনিটরিং করছে এনসিটিএফ সদস্যগন

চিত্রাংকন প্রতিযোগিতায় অংঅংশগ্রহণকারীদের সাথে মনিটরিং করছে এনসিটিএফ সদস্যগন

তিনটি গ্রুপে বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে বিশ্ব শিশু দিবস ও জাতীয় শিশু অধিকার সপ্তাহের প্রথম দিনটি উদযাপন করা হয়। সপ্তাহ জুড়ে শিশুদের নিয়ে চলবে এ অনুষ্ঠান। পরবর্তী কার্যক্রম গুলোর মধ্যে রয়েছে চত্রাংকন, কবিতা অাবৃতি, নাচ, একক অভিনয় ও গান।

আজকের প্রতিযোগিতার পুরস্কার বিতরন করছেন জেলা প্রশাসক মহোদয়

আজকের প্রতিযোগিতার পুরস্কার বিতরন করছেন জেলা প্রশাসক মহোদয়

সকল শিশুর জন্য এ অনুষ্ঠান এবং বরাবরের মত এনসিটিফ সর্বদাই শিশুদের পাশে থাকবে।

 

বিশ্ব শিশু দিবস ও জাতীয় শিশু অধিকার সপ্তাহ

শিমুল আহমেদ তরঙ্গ : 

” শিশু গড়বে সোনার দেশ, পায় যদি সে পরিবেশ ” – এই মূলমন্ত্রকে সামনে রেখে  আজ নরসিংদীতে ব্যাপক সমারোহে বিশ্ব শিশু দিবস ও জাতীয় শিশু অধিকার সপ্তাহ ২০১৫ এর শুভ উদ্বোধন  করা হয়। বাংলাদেশ শিশু একাডেমী এবং ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স এর যৌথ আয়োজনে  জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব খলিলুর রহমান খান সজীব এর সভাপতিত্বে অনুষ্ঠানটির শুভ সূচনা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন গ্রহন করেন জনাব সুরাইয়া বেগম ,অতিরিক্ত জেলা প্রশাসক ; নরসিংদী।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে জনাব সুরাইয়া বেগম বলেন,  শিশুর পূর্নাঙ্গ বিকাশের জন্য একটি সুস্থ ও শিশু সুলভ পরিবেশ চাই। এছাড়াও শিশুদের যেকোনো প্রয়োজনে জেলা প্রশাসন তাদের পাশে আছে বলে তিনি আশ্বাস দেন। এরপর এনসিটিএফ এর পক্ষে স্বগত বক্তব্য রাখেন  শিশু সাংবাদিক ও এনসিটিএফ কেন্দ্রীয় সম্পাদনা দলের সদস্য, শিমুল আহমেদ তরঙ্গ । এরপর জেলা শিশু একাডেমীর পক্ষ থেকে মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।   এরপর কবিতা আবৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।   অনুষ্ঠানে  এনসিটিএফ এর পক্ষে উপস্থিত ছিলো সভাপতি তাহুয়া  লাভিব , জেলা ভলান্টিয়ার এ.কে.এম সেলিম এবং এনসিটিএফ এর কেন্দ্রীয় ভলান্টিয়ার উম্মে হাবিবা বর্ষা ।

এরপর বেলা ১১:০০টায় শিশু শিল্পী স্মিহন এর সভাপতিত্বে  বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদেIMG_20151010_122123র নিয়ে   শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুরাও আলাদা ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।   এরপর কবিতা আবৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।   অনুষ্ঠানে  এনসিটিএফ এর পক্ষে উপস্থিত ছিলো সভাপতি তাহুয়া  লাভিব তুরা,  সাধারন সদস্য সামিয়া নিজাম,  শিশু গবেষক শাহাদাত, চাইল্ড পার্লামেন্ট সদস্য মুন্না,  জেলা ভলান্টিয়ার এ.কে.এম সেলিম এবং এনসিটিএফ এর কেন্দ্রীয় ভলান্টিয়ার উম্মে হাবিবা বর্ষা ।

সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা করল এনসিটিএফ বগুড়া।

dgdhgঅমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) বগুড়ার উদ্যোগে সুবিধা বঞ্চিত পথ শিশুদের জন্য বগুড়া রেল স্টেশনে এক চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। শনিবার সকাল ১০টায় শুরু হওয়া এই ব্যতিক্রমী প্রতিযোগিতায় অংশ নেয় শতাধিক ছিন্নমূল শিশু। এদের অধিকাংশই বিভিন্ন দোকানে, রাস্তায় কাজ করে বা ভিক্ষা করে। এসব শিশু তাদের মনের ভেতরের কল্পনাগুলোকে রঙিন করে ফুটিয়ে তোলে সাদা কাগজের উপর। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বিশিষ্ট শিশু সংগঠক ও দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য শংকর, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র এডিপি ম্যানেজার লোটাস চিসিম, প্রগ্রেস গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান এবং বগুড়া রেলওয়ে স্টেশন মাস্টার নজরুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া এনসিটিএফ সভাপতি জাওয়াদুল করিম জীসান, কার্যনির্বাহী কমিটির সদস্য রাকিবুল হাসান, স্বর্ণা, পুষ্প, সামি, সেতু, রিমকি,আবিদ, এশা প্রমুখ।এই প্রতিযোগিতায় রংপেন্সিল ও উপকরণগুলো এনসিটিএফ কমিটি মেম্বারদের নিজস্ব অর্থায়নে সরবরাহ করা হয়। এরপর শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। উল্লেখ্য যে, বগুড়ায় ২য় বারের মত এমন আয়োজন করল এনসিটিএফ বগুড়া।