Posts

এনসিটিএফ নরসিংদী জেলার টিএফডি প্রশিক্ষন সম্পন্ন

শিমুল আহমেদ তরঙ্গ :গতকাল শেষ হলো ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ)  নরসিংদী জেলা কর্তৃক আয়োজিত বিশেষ প্রশিক্ষন কর্মশালা ” থিয়েটার ফর ডেভলাপমেন্ট – উন্নয়নের জন্য নাটক ( টিএফডি )  ” । এনসিটিএফ নরসিংদী জেলা কমিটির উদ্যোগে ২দিন ব্যাপি এই ভিন্নধর্মী প্রশিক্ষন কর্মশালার আয়োজন করা হয় । প্রশিক্ষনের ভ্যেনু হিসেবে  ছিলো ” চিনিশপুর দ্বীপশিখা মহিলা সমিতি ( সিডিএমএস) প্রশিক্ষন কেন্দ্র ” ।

নাটক পরিবেশন করছে এনসিটিএফ সদস্যগন

নাটক পরিবেশন করছে এনসিটিএফ সদস্যগন

টিএফডি প্রশিক্ষনের প্রধান প্রশিক্ষক হিসেবে ছিলেন এটিএন নিউজ এর সিনিয়র অনলাইন ভিডিও ইডিটর, জনাব সাজ্জাদ হোসেন; ঝিনুকমালা নাট্য দলের  সম্পাদক

জনাব রফিকুল ইসলাম । বর্তমান সামাজিক প্রেক্ষাপটে যুব সমাজকে ইভটিজিং এবং মাদক সেবনের হাত থেকে রক্ষা করার জন্য সচেতনতা  মূলক পথনাটক তৈরীর উদ্দেশ্যেই মূলত এ কর্মশালার আয়োজন করা হয়।সিডিএমএস এর সার্বিক সহযোগিতায় প্রশিক্ষনের শেষে এনসিটিএফ কমিটি ” পরিবর্তন ” নামক বিশেষ পথনাটক তৈরী করে। পরে বিকেলে প্রশিক্ষন কেন্দ্র প্রাঙ্গনে এ নাটাকটি উপস্থাপন করা হয়। সেখানে প্রশিক্ষক গনদের সাথে আরও উপস্থিত ছিলেন এনসিটিএফ এর কেন্দ্রীয় ভলান্টিয়ার , উম্মে হাবিবা বর্ষা ; সিডিএমএস এর পরিচালক জনাব ছফুরা বেগম ।

 প্রশিক্ষন শেষে এনসিটিএফ টিম সিডিএমএস এবং প্রশিক্ষকদের আন্তরিক ধন্যবাদ জানায়। সমাপনী বক্তব্যে জনাব সিডিএমএস এর পরিচালক জনাব সাফুরা বেগম বলেন, এনসিটিএফ কে সাহায্য করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত  । এবং পরবর্তীতে এনসিটিএফ এর যেকোনো উদ্যোগে তাকে পাশে পাওয়া যাবে বলেও আশ্বাস দেন  ।