বগুড়ায় এন.সি.টি.এফ উদ্যোগে ছিন্নমূল পথ শিশুদের ফ্রি ডেন্টাল ক্যাম্প।।
আজ বগুড়ার জুবলী হাইস্কুল মাঠে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স(এনসিটিএফ) এর উদ্যোগে দুস্থ ছিন্নমূল পথ শিশুদের নিয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।এই ফ্রি ডেন্টাল ক্যাম্পের উদ্বোধন করেন দৈনিক করতোয়ার প্রধান বার্তা সম্পাদক জনাব প্রদীপ ভট্টাচার্য শঙ্কর।প্রায় শতাধিক পথ শিশুদের দন্ত সেবা প্রদান করেন ডা.সুজিত কুমার তালুকদার ও ডা. ইসমাইল হোসেন শামীম।এই সময় ফ্রি ঔষধ ও বিতরন করা হয়।অনুষ্ঠানটি পরিচালনা করেন বগুড়া এন.সি.টি.এফ সভাপতি জাওয়াদুল করিম জীসান। এসময় এন.সি.টি.এফ কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আফরোজা সরকার টিসা, পারমিতা ভট্টাচার্য স্বর্না, রাকিবুল হাসান,শামসিয়া সাবা, সামিউল ইসলাম, আবিদুর রহমান, নুর জাহান পুস্প।ডেন্টাল ক্যাম্পটির সার্বিক সহযোগিতায় ছিল সুমি ডেন্টাল কেয়ার। উল্লেখ্য যে, পথ শিশুদের নিয়ে এমন ফ্রি ডেন্টাল ক্যাম্প বগুড়ায় এই প্রথম।