Posts

চট্টগ্রামে দুই দিন ব্যাপি আইসিটি এবং ফটোগ্রাফি এর প্রশিক্ষন সম্পন্ন ।

ন্যাশনাল চিলড্রেন’স্ টাস্কফোর্স (এনসিটিএফ) এর চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে ২দিন ব্যাপি আইসিটি এবং ফটোগ্রাফি প্রশিক্ষণ ২৫ আগষ্ট সোমবার সম্পন্ন হয়েছে। ম্যাস-লাইন মিডিয়া সেন্টার (এমএমসি) এর আয়োজনে এবং সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় ইতিমধ্যে ৬৪ জেলায় এনসিটিএফ শিশু সাংবাদিকদের শিশু সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত করেছে। চট্টগ্রামের কারিতাস ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার প্রতি জেলা থেকে ২ জন করে শিশু সাংবাদিকদের প্রশিক্ষন প্রদান করা হয়। প্রশিক্ষনের প্রথমদিন শিশু সাংবাদিকদের আইসিটি এর উপর ট্রেনিং প্রদান করা হয়। আইসিটি ট্রেনিং এ ইমেইল, সার্চ ইঞ্জিন, সোস্যাল মিডিয়া ও বাংলাদেশের ব্যাতিক্রমধর্মী শিশুতোষ ওয়েবপোর্টাল এনসিটিএফ কন্ঠের ব্যবহারের উপর প্রশিক্ষন দেওয়া হয়। দ্বিতীয় দিন প্রশিক্ষনার্থীদের ফটোগ্রাফির উপর প্রশিক্ষন প্রদান করা হয় প্রশিক্ষন শেষে তাদের ইসকন শ্রী কৃষ্ণ মন্দিরে নিয়ে যাওয়া হয় হাতে কলমে ফটোগ্রাফি শেখানোর জন্য। উক্ত প্রশিক্ষনে পরিচালনায় ছিলেন এমএমসি এর প্রকল্প কর্মকর্তা সাইফ মাহদী, ফটোগ্রাফি প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইন্সটিটিউট এর ফটোগ্রাফি বিভাগের লেকচারার আশরাফুল আওয়াল মিশুক, আইসিটি প্রশিক্ষক হিসেবে ছিলেন এনসিটিএফকন্ঠের সম্পাদনা পরিষদ সদস্য আসাদুজ্জামান, সেভ দ্য চিলড্রেন এর কেন্দ্রীয় ইয়ুথ ভলান্টিয়ার আব্দুল্লাহ জুবায়ের।