Posts

এনসিটিএফ কিশোরগঞ্জ এর মাসিক সভা অনুষ্ঠিত

অাব্দুল্লাহ অাল অাসিফ : গত ২৩ সেপ্টেম্বর সকাল দশটায় এনসিটিএফ কিশোরগঞ্জ এর কার্যকরী কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মিটিং এ অামাদের পরবর্তী কার্যক্রম ২৯ তারিখে ডিসি অফিসের কনফারেন্স রুমে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্স ও মানববন্ধন বিষয়ে অালোচনা করা হয়।

জেলা ক্রিড়া অফিসার এর সাথে নরসিংদী এনসিটিএফ এর সাক্ষাত (Narsingdi NCTF members met with district sports officer for promoting NCTF )

সামিয়া নিজাম : গত ২১ জুন অনুষ্ঠিত হয়ে গেলো নরসিংদী এনসিটিএফ এর জুলাই মাসের মাসিক সভা।জেলা এনসিটিএফ এর কারযালয় এ এই সভাটি অনুসঠিতো হয় । সভায় উপস্থিত এনসিটিএফ এর নব-নিরবচিত কমিটির সকল সদসগনএর সাথে আরো উপস্থিত ছিলেন প্রাক্তন সদস্যগন এবং জেলা শিশু বিসয়ক কর্মকর্তা । সভার মূল আলোচ্য বিষয় ছিলো এনসিটিএফ এর পরবর্তী ঈদ ইভেন্ট ” এক চিলতে হাসি ” র বাজেট আলোচনা এবং সময় নিরধারন করা। 13518049_1732893256979760_1839876_o

এর পর সভার সিদ্ধান্ত অনুযায়ী কমিটির সবাই যায় সদ্য নিয়োগ প্রাপ্ত জেলা ক্রিড়া অফিসার  এর সাথে সৌজন্য সাক্ষাত করতে। সেখানে এনসিটিএফ এর কাজ এবং উদ্দেশ্য এর ব‍্যপারে আলোচনা করা হয়।

[Samia Nizam: Narsingdi NCTF monthly meeting has been held on last 21th June. All the members of new elected committee with recent ex members & Advisors were there in BSA office. Main discuss was about their upcoming event -” Ek Chilte hashi – A bit of smile “. Then the team has decided to met with the new district sports officer.]

ময়মনসিংহ জেলা কমিটির ডিসেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত

শামস আল জাফির : গত ২০ডিসেম্বর এনসিটিএফ ময়মনসিংহ জেলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় এনসিটিএফ এর শিশু অধিকার বিষয়ক রেলি এবং সংবাদ সম্মেলন এর ব্যাপারে আলোচনা করা হয়। এছাড়া সংবাদ সম্মেলন এর জন্য সম্ভাব্য দিন নির্ধারন করা হয়।

মাসিক সভাটি বাংলাদেশ শিশু একাডেমী , ময়মনসিংহ জেলা কার্যালয়ের অধীনস্থ এনসিটিএফ জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

Planning meeting to monitor situation

Children are aware about their rights and to improve child rights situation National Children’s Task Force Narsingdi decided to organize a press conference which is going to be held on 28 December, 2015 . They (NCTF) also discussed about upcoming District Committee election in their general monthly meeting on 21,December 2015.


 

জেলা কমিটির ডিসেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত

শিমুল আহমেদ তরঙ্গ :আজ এনসিটিএফ নরসিংদী জেলা কমিটির ডিসেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কার্যকরী কমিটির সকল সদস্যদের সাথে উপস্থিত ছিলেন এনসিটিএফ এর কেন্দ্রীয় ভলান্টিয়ার উম্মে হাবিবা বর্ষা।

আজকের সভায় নরসিংদীতে শিশু অধিকার পরিস্থিতির  উপর সংবাদ সম্মেলন ও রেলী করার ব্যাপারে জেলা শিশু বিষয়ক কর্মকর্তার সাথে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া সংবাদ সম্মেলন এর সম্ভাব্য তারিখ ২৮ ডিসেম্বর ধার্য করা হয়। এবং সংবাদ সম্মেলন এর আগের প্রস্তূতিসভা ও আসন্ন জেলা কার্যকরী কমিটির নির্বাচনের প্রস্তূতির ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয় ।

 

এনসিটিএফ নরসিংদী জেলার মাসিক সভা অনুষ্ঠিত

শিমুল আহমেদ তরঙ্গ : আজ এনসিটিএফ নরসিংদী জেলার নভেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৩ টায় বাংলাদেশ শিশু একাডেমী, নরসিংদীস্থ এনসিটিএফ জেলা কার্যালয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয় । সভায় জেলা কার্যকরী কমিটির সদস্যের সাথে আরো উপস্থিত ছিলেন   এনসিটিএফ নরসিংদীর জেলা ভলান্টিয়ার এ. কে. এম সেলিম , এনসিটিএফ এর কেন্দ্রীয় ভলান্টিয়ার উম্মে হাবিবা বর্ষা এবং এনসিটিএফ নরসিংদীর প্রাক্তন শিশু গবেষক সুমাইয়া আক্তার স্বর্না।

আজকের সভায় এনসিটিএফ নরসিংদী জেলার নিউজলেটার ” শিশু জমিন ” এর পরবর্তী সংখ্যা প্রকাশ করার ব্যাপারে আলোচনা করা হয়।এছড়াও এনসিটিএফ এর বার্ষিক কর্মপরিকল্পনা সভা  এবং নতুন কার্যকরী কমিটির নির্বাচনের ব্যাপরে আলোচনা করা হয়।  সভা এনসিটিএফ নরসিংদী জেলার সভাপতি তাহুয়া লাভিব তুরার সভাপতিত্বে বিকেল ৩টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে।

NCTF members of Narayangonj got ID card

Yeasin Ahmed Antu : 

National Children’s Task Force Narayangonj already completed their monthly meeting and provide identity card among NCTF members.


 

নারায়নগঞ্জে এনসিটিএফ সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরন 

ইয়াসিন আহমেদ অন্তু : 

আজ সকাল ৯:০০ টায় নারায়গঞ্জ এনসিটিএফ এর মাসিক সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় নারায়নগঞ্জ এনসিটিএফ কার্যনির্বাহী  কমিটির সদস্যদের  আইডি কার্ড প্রদান করা হয়।উক্ত সভায় উপস্থিত ছিলেন এনসিটিএফ এর জেলা ভলান্টিয়ার সেতু ও অভিজিৎ সাহা এবং এনসিটিএফ এর কেন্দ্রীয় ভলান্টিয়ার ,উম্মে হাবিবা বর্ষা।সভায় আরো উপস্তিত ছিলো অনন্ত, অন্তু,সাইভিদ, এবং সাধারণ সদস্য আদিয়া।

এনসিটিএফ নারায়নগঞ্জের মাসিক সভা অনুষ্ঠিত


ইয়াসিন আহমেদ অন্তু : 

আজ ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স ( এনসিটিএফ)  নারায়নগঞ্জ জেলার সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিশু একাডেমী র নারায়নগঞ্জ কার্যালয়ে , এনসিটিএফ কক্ষে সভা অনুষ্ঠিত হয় ।

সভা চলাকালীন এনসিটিএফ সদস্যগন

সভা চলাকালীন সময়ে এনসিটিএফ সদস্যগন

সভায় উপস্থিত ছিলেন এনসিটিএফ এর কেন্দ্রীয় ভলান্টিয়ার উম্মে হাবিবা বর্ষা ,  জেলা ভলান্টিয়ার অভিজিৎ মল্লিক এবং জেলা কার্যকরী কমিটির সদস্যগন।

 

সভায় এনসিটিএফ এর পক্ষ থেকে বিদ্যালয় পরিদর্শন এবং এনসিটিএফ স্কুল কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এনসিটিএফ টাঙ্গাইল এর মাসিক সভা অনুষ্ঠিত

কাজী ফারহানা রাহা : আজ টাঙ্গাইল এনসিটিএফ এর মাসিক সভা  অনুষ্ঠিত হয়েছে । আজ সকাল ১০ টায় টাঙ্গাইল শিশু একাডেমী তে মাসিক সভা টি অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই সভাপতি কাজী ফারহানা রাহা শুভেচ্ছা প্রদানের মাধ্যমে সভা শুরু করেন।  সভার শুরুতেই সদ্য শিশু গবেষক প্রশিক্ষন প্রাপ্ত সানজিদা ও রাহিম তাদের অভিজ্ঞতা,  অর্জন এবং তাদের প্রশিক্ষনের বিষয়ে আলোচনা করেন।

আজকের সভার আলোচ্যবিষয় সমুহ ছিলো :

১. শিশুঅধিকার সপ্তাহ উদযাপন

২.নতুন সদস্য সংগ্রহ

৩.স্কুল কমিটি গঠন

৪.হাসপাতাল পরিদর্শন

৫.মায়ানমার সমুদ্রপথ থেকে উদ্ধারকৃত শিশু পরিদর্শন।

১নং আলোচ্য বিষয়ানুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয় যে,শিশু অধিকার সপ্তাহে এন সি টি এফ,টাংগাইল একটি পাবলিক হিয়ারিং এর আয়োজন করবে।২ও৩ নং অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয় যে,পুলিশ লাইনস স্কুল, টাংগাইল থেকে নতুন সদস্য সংগ্রহ করা হবে এবং স্কুল কমিটি গঠন করা হবে। ৪নং অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয় সেপ্টেম্বর ১৪,২০১৫ তারিখে হাসপাতাল পরিদর্শন করতে যাওয়া হবে।৫নং অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয় ঈদের পর উদ্ধারকৃত শিশুকে দেখতে যাওয়া হবে।
সভায় উপস্থিত ছিলেন- এন সি টি এফ,টাংগাইলের সভাপতি কাজী ফারহানা তাসমিন, সাধারণ সম্পাদক মোঃ সাকিব,যুগ্ম সা: সম্পাদক আনিকা,সাংগঠনিক সম্পাদক কেয়া,শিশু গবেষক সানজিদা ও রাহিম,শিশু সাংবাদিক ফাহিম ও জেমী,চাইল্ড পার্লামেন্ট মেম্বার রাফি এবং সাধারণ সদস্য প্রান্ত,সানিয়া,আবিদ,আরাফাত। আরও উপস্থিত ছিলেন- সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার শামীম আহমেদ এবং জেলা ভলান্টিয়ার আরাফ আল জামান ও নাজমা আক্তার।
পরিশেষে,সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্ত করেন।সকলের সার্বিক সহায়তায় এবং অংশগ্রহণে সভা সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়।