Posts

ব্রাহ্মণবাড়িয়া বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ শুরু

মাকসুদা চৌধুরী পলি: শিশু গড়বে সোনার দেশ, পায় যদি সে পরিবেশ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ শিশু একাডেমী ও এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে গত ১১ অক্টোবর (রবিবার) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চারদিন ব্যাপী বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০১৫ শুরু হয়েছে। এ উপলক্ষে জেলা পরিষদ প্রাঙ্গনে শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়। অসংখ্য শিশুর অংশগ্রহণে চিত্রাংকন, ছড়া-পাঠ এবং ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। মূক-বধির এবং প্রতিবন্ধী শিশুদেরকে নিয়ে বিশেষ কর্মসূচী পালন করা হয়। এছাড়া সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে আলাদাভাবে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। সকাল ১০.০০ ঘটিকায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: জহিরুল ইসলাম খান। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুণ হোসাইনের সভাপতিত্বে এবং এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার জেলা ভলান্টিয়ার অজিত চন্দ্র বিশ্বাসের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ ও বিশিষ্ট শিক্ষানুরাগী এবং শিশু সংগঠক এড. লোকমান হোসেন এপিপি প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন পর্ব পরিচালনা করে এনসিটিএফের সদস্যরা। এসময় এনসিটিএফের উপদেষ্টা, সাধারণ সদস্যসহ উপস্থিত ছিলেন এনসিটিএফ শিশু গবেষক কোর কমিটির সভাপতি এবং এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক ফুয়াদ হাসান। উদ্বোধনী বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: জহিরুল ইসলাম খান  শিশুদের সৃজনশীলতা বিকাশে মায়েদের ভূমিকার কথা স্মরন করেন। পাশাপাশি শিশু বান্ধব সমাজ গড়ে তুলতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য দুপুর ৩.৩০ ঘটিকায় অর্ধশত সুবিধা বঞ্চিত পথ শিশুদের নিয়ে বিভিন্ন খেলা পরিচালনা করে এনসিটিএফ। আরো ছবি দেখতে এখানে ক্লিক করুণ ( Click here to watch more photos)

ব্রাহ্মণবাড়িয়া জেলার আরো নিউজ:

উৎসব মুখর পরিবেশে এনসিটিএফ উপ-কমিটি গঠন ও বরণ

এনাসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার কৃতি শিক্ষার্থী এবং মা সংবর্ধনা অনুষ্ঠিত

সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদের পোষাক বিতরণ

প্রত্যেক সাংবাদিককেই দেশ প্রেমিক হতে হবে

 

কুড়িগ্রামে বন্যার্ত শিক্ষার্থীদের পাশে এনসিটিএফ

ফারজানা মৌসুমী: কুড়িগ্রাম জেলা এনসিটিএফ নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের বন্যার্ত ষাট জন শিক্ষার্থীর মাঝে ত্রাণ বিতরণ করে। বন্যার্ত ষাট জন শিক্ষার্থীর প্রত্যেককে চিড়া( দেড় কেজি), গুড়(৩০০ গ্রাম), স্যালাইন(৩টা), খাতা (৩ দিস্তা), কলম (৩টা) প্রদান করা হয়।

স্থানীয় শালমারা ইসলামিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ত্রাণ বিতরণ কর্মসূচীটি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ইউপি চেয়ারম্যান মমিনুল ইসলাম, সলিডারিটির ফোকাল পার্সন হুমায়ুন কবির সূর্য, এনসিটিএফ কার্যনির্বাহী কমিটির হিমা, মিম, শান্ত, ফাহিম, নুরনবী, রেদওয়ান ও ভলান্টিয়ার ফারজানা মৌসুমী। ত্রাণের অর্থ দিয়ে সহযোগিতা করেন- কার্যনির্বাহী কমিটির সদস্য, ভলান্টিয়ারগণ, কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট স্কুল এন্ড কলেজ ও দাশেরহাট মডেল হাই স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।

নারায়নগঞ্জে শিশুদের মানব-বন্ধন

ইয়াসিন আহমেদ অন্তু :

গত ২৮ আগস্ট নারায়নগঞ্জে শিশুদের প্রানের কেন্দ্র ” বাংলাদেশ শিশু একাডেমী ” এর  কেন্দ্রীয় ভবন স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন করেছে শিশুরা।  বাংলাদেশের অন্যান্য জেলার মতন নারায়নগঞ্জে ও এই  মানববন্ধন করে শিশু রা।  নারায়নগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে অংশগ্রহণ করে অভিভাবক ফোরাম,  জেলা এনসিটিএফ কমিটি এবং সর্বস্তরের শিশুরা।

নারায়নগঞ্জে শিশুদের মানব-বন্ধন

ইয়াসিন আহমেদ অন্তু : 

গত ২৮ আগস্ট শিশুদের প্রানের কেন্দ্র ” বাংলাদেশ শিশু একাডেমী ” এর প্রধান কার্যালয় স্থানান্তরের প্রতিবাদে নারায়নগঞ্জে মানব – বন্ধন করেছে শিশুরা। বাংলাদেশের অন্যান্য জেলার মতন নারায়নগঞ্জের সর্বস্তরের শিশুরাও অংশগ্রহণ করে । তাদের সাথে মানববন্ধনে যোগদান  করে অভিভাবক ফোরাম, জেলা এনসিটিএফ  কমিটি ।

সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদের পোষাক বিতরণ

ফুয়াদ হাসান: গত ১৬ জুলাই,২০১৫  ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে সদর হাসপাতালের শহীদ মিলন মিলনায়তনে “নতুন জামায় মুখে হাসি” প্রকল্পের   আওতায় দ্বিতীয় বারের মত প্রায় শতাধিক সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদের পোষাক বিতরণ করা হয়।

পোষাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার

সুবিধা বঞ্চিত শিশুদের সাথে উপস্থিত অতিথি এবং এনসিটিএফ সদস্যগণ

সুবিধা বঞ্চিত শিশুদের সাথে উপস্থিত অতিথি এবং এনসিটিএফ সদস্যগণ

পুলিশ সুপার মো: মিজানুর রহমান। তিনি বলেন- মানুষের মধ্যে ভাল কাজের অনুভূতিটা জন্মানো দরকার।  এনসিটিএফ শিশুদের ধন্যবাদ জানিয়ে তিনি এনসিটিএফ এর সকল কাজের পাশে থাকার আশ্বাস দেন।

শিশু গবেষক কোর কমিটির সভাপতি ফুয়াদ হাসান  এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিটিএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি সায়েম খন্দকার এবং বিশেষ অতিথি ছিলেন চাইল্ড পার্লামেন্টের ডেপুটি স্পিকার সাইদা আহসান লোপা।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস, জেলা ভলান্টিয়ার অজিত চন্দ্র বিশ্বাসসহ এনসিটিএফ এর বর্তমান ও প্রাক্তন সদস্যবৃন্দ।

শিশুর জন্য ইউটিউব নয়।

মুসাব্বির হোসেন : কার্টুন বা মজার মজার ভিডিও দেখার জন্য অনেক বাবা – মা শিশুদের ইউটিউ বব্যবহারের সুযোগ দেন । তবে বাবা-মা’ র নির্দেশনা অনুযায়ী ভিডিও দেখতে গিয়ে শিশুদের সামনে চলে আসছে নানা রকম অশ্লীল ভিডিও। অনেকে অশ্লীল ভিডিও গুলো বন্ধ করার চেষ্টা করলেও সুফল পাননি । কারণ এখন পর্যন্ত এরকম কোন প্রযুক্তি বের হয়নি । সূত্র বলছে, ইউটিউব একটি উন্মুক্ত ভিডিও আদান-প্রদানের ওয়েব সাইট । এখানে যে কেউ যে কোন ধরণের ভিডিও আপলোড , ডাউনলোড, দেখা সহ নানা রকম কাজ করতে পারেন।এই সুযোগে একশ্রেণীর ইন্টারনেট ব্যবহারকারী অশ্লীলনানা রকম ভিডিও ইউটিউবে আপলোড করেন।যা অনেক সময়ই উ ইউটিউব কর্তৃপক্ষের দৃষ্টি র বাইরে থেকেই ইন্টারনেট বিশ্বে ছড়িয়ে পড়ছে। তাই একজন সচেতন অভিভাবক হিসেবে আপনার উচিত শিশু কে ইউটিউব থেকে দূরে রাখুন । প্রয়োজনে আপনার কম্পিউটারে ইউটিউব ওয়েবসাইট ব্লক করুন।তবে একান্তই যদি আপনার শিশু কে ব্যবহার করতে দিতে হয় তবে তার পাশে বসে ইউটিউব ব্যবহারে নির্দেশনা দিন।