Posts

গাজীপুরে দুঃস্থ শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান

আরিফ উজ জামান নেহাল : 

গাজীপুরে বর্নাঢ্য আয়োজনের মধ্যে অনুষ্ঠিত হলো   বিশ্ব শিশু দিবস ও জাতীয় শিশু অধিকার সপ্তাহ। এরই অংশ হিসেবে দুস্থ ও ছিন্নমূল শিশুদের নিয়ে বিশেস সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে এনসিটিএফ  । শিশুবিকাশ  কেন্দ্রে গত ১৪ ই অক্টোবর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। মোট ৫টি বিভাগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব নাসির উদ্দীন এবং সভাপতিত্ব করেন জেলা এনসিটিএফ সভাপতি আরিফ উজ জামান নেহাল । এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমীর কর্মকর্তা ও এনসিটিএফ এর সদস্যবৃন্দ।

গাজীপুরে বিশ্ব শিশু দিবস ও জাতীয় শিশু অধিকার সপ্তাহ উদযাপন

আরিফ উজ জামান নেহাল :

গত ১১ অক্টোবর বিশ্ব শিশু দিবস ও জাতীয় শিশু অধিকার দিবস উপলক্ষে ৩দিন ব্যাপি বর্নাঢ্য অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়  ।বাংলাদেশ শিশু একা   সার্বিক) গাজীপুর জনাব মো: মাহমুদ হাসান ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা এন সি টি এফ এর সভাপতি জনাব মো : আরিফ উজ জামান নেহাল , শিশু একাডেমির পরিচালনা পরিষদের সদস্য জনাব মাকসুদ হক ,জেলা তথ্য অফিসার জনাব এস এম রাহাত হাসনাত,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব মো : নাসির উদ্দিন, গাজীপুরপ্রেস ক্লাবের সভাপতি ও বৈশাখী টিভির গাজীপুর জেলা প্রতিনিধি জনাব মো :খায়রুল ইসলাম, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সাংবাদিক জনাব অধ্যাপক মুকুল কুমার মল্লিক , জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান জনাব দিলরুবা ফৌজিয়া , জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব সালমা জাহান , জেলা শিক্ষা অফিসার জনাব সাহিদা বেগম নাজমা সহ  ন্যান্য অতিথিবৃন্দ ।

বিশ্ব শিশু দিবস ও জাতীয় শিশু অধিকার সপ্তাহ

শিমুল আহমেদ তরঙ্গ : 

” শিশু গড়বে সোনার দেশ, পায় যদি সে পরিবেশ ” – এই মূলমন্ত্রকে সামনে রেখে  আজ নরসিংদীতে ব্যাপক সমারোহে বিশ্ব শিশু দিবস ও জাতীয় শিশু অধিকার সপ্তাহ ২০১৫ এর শুভ উদ্বোধন  করা হয়। বাংলাদেশ শিশু একাডেমী এবং ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স এর যৌথ আয়োজনে  জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব খলিলুর রহমান খান সজীব এর সভাপতিত্বে অনুষ্ঠানটির শুভ সূচনা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন গ্রহন করেন জনাব সুরাইয়া বেগম ,অতিরিক্ত জেলা প্রশাসক ; নরসিংদী।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে জনাব সুরাইয়া বেগম বলেন,  শিশুর পূর্নাঙ্গ বিকাশের জন্য একটি সুস্থ ও শিশু সুলভ পরিবেশ চাই। এছাড়াও শিশুদের যেকোনো প্রয়োজনে জেলা প্রশাসন তাদের পাশে আছে বলে তিনি আশ্বাস দেন। এরপর এনসিটিএফ এর পক্ষে স্বগত বক্তব্য রাখেন  শিশু সাংবাদিক ও এনসিটিএফ কেন্দ্রীয় সম্পাদনা দলের সদস্য, শিমুল আহমেদ তরঙ্গ । এরপর জেলা শিশু একাডেমীর পক্ষ থেকে মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।   এরপর কবিতা আবৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।   অনুষ্ঠানে  এনসিটিএফ এর পক্ষে উপস্থিত ছিলো সভাপতি তাহুয়া  লাভিব , জেলা ভলান্টিয়ার এ.কে.এম সেলিম এবং এনসিটিএফ এর কেন্দ্রীয় ভলান্টিয়ার উম্মে হাবিবা বর্ষা ।

এরপর বেলা ১১:০০টায় শিশু শিল্পী স্মিহন এর সভাপতিত্বে  বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদেIMG_20151010_122123র নিয়ে   শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুরাও আলাদা ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।   এরপর কবিতা আবৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।   অনুষ্ঠানে  এনসিটিএফ এর পক্ষে উপস্থিত ছিলো সভাপতি তাহুয়া  লাভিব তুরা,  সাধারন সদস্য সামিয়া নিজাম,  শিশু গবেষক শাহাদাত, চাইল্ড পার্লামেন্ট সদস্য মুন্না,  জেলা ভলান্টিয়ার এ.কে.এম সেলিম এবং এনসিটিএফ এর কেন্দ্রীয় ভলান্টিয়ার উম্মে হাবিবা বর্ষা ।