Posts

খুলনা বিভাগীয় পর্যায়ে শিশু সাংবাদিক প্রশিক্ষণ অনুষ্ঠিত।

সাজিদ : গত ১26052014092201amSAM_3748৬-১৭ তারিখে খুলনার কারিতাসে অনুষ্ঠিত হয়ে গেল শিশু সাংবাদিক প্রশিক্ষণ। খুলনার বিভাগের ১০ টি জেলা থেকে দুইজন করে মোট বিশ জন ক্ষুদে শিশু সাংবাদিক উপস্থিত হয়। উপস্থিত শিশু সাংবাদিকগণ ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্সে (এন.সি.টি.এফ) এর নির্বাচিত শিশুসাংবাদিক। গণমাধ্যম সংস্থা ম্যাস লাইন মিডিয়া সেন্টার (এম.এম.সি ) আয়োজনে এবং সেভ দ্য চিলড্রেন এর কারিগরি সহযোগিতায় প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। প্রথম দিন এখানে উপস্থিত ছিলেন দক্ষিণাঞ্চল প্রতিদিনের সম্পাদক এস এম শাহিদ হোসেন। এ সময় তিনি সাংবাদিক তার বিভিন্ননীতিমালা সম্পর্কে আলোচনা করেন। দ্বিতীয় দিন উপস্থিত ছিল খুলনার প্রেস ক্লাবের সধারন সম্পাদক এস.এম. জাহিদহোসেন । তিনি অনুসন্ধান রিপোর্টসম্পর্কে বিভিন্ন তথ্য জানায়। এম.এম.সি প্রকল্প কর্মকর্তা মাহাদির ব্যবস্থাপনায় এবং প্রকল্প সমন্বয় কারি আমিনা ফেরদৌস মুনির সার্বিক তত্ত্বাবধানে সহায়ক হিসেবে উপস্তিত ছিলেন এমএমসির সেচ্ছাসেবক উম্মে হাবিবা বর্ষা এবং সেভদ্যচিলড্রেন এর যুব সেচ্ছা সেবক মৃদুল। দুই দিন ব্যাপি আবাসিক প্রশিক্ষণে ১০জন মেয়ে ও ১০জন ছেলে অংশ গ্রহণ করে। এ প্রশিক্ষণ শিশু সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের শিশু পরিস্থিতি সুষ্ঠুভাবে গণমাধ্যমে তুলে ধরতে সহায়তা করবে।

এমএমসির শিশু সাংবাদিক প্রশিক্ষণ সমাপ্ত।

MMC Training ঢাকাস্থ মনসুরাবাদ আদাবর এ SPED-RRTC প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হওয়া ০৬-০৫-২০১৪ইং থেকে ০৭-০৫-২০১৪ইং ২দিন ব্যাপী আবাসিক শিশু সাংবাদিক প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। গণমাধ্যম বিষয়ক উন্নয়ন সংস্থা ম্যাস লাইন মিডিয়া সেন্টার (এম এম সি) আয়োজনে এবং সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল (এসসিআই) এর সহযোগিতায় এ প্রশিক্ষণে ঢাকা বিভাগের ১০ টি জেলা এনসিটিএফ (ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স) এর ২ জন করে নির্বাচিত মোট ১৮ জন শিশু সাংবাদিক অংশগ্রহণ করেন। যার মধ্যে ৯জন ছেলে শিশু ও ৯জন মেয়ে শিশু। এম এম সির প্রকল্প কর্মকর্তা সাইফ মাহদীর ব্যবস্থাপনায় এবং প্রকল্প সমন্বয়কারী আমিনা ফেরদৌস মনির সার্বিক তত্ত্বাবধানে এ প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ছিলেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ(পিআইবি) এর সহকারী সম্পাদক শাহেলা আক্তার। সহায়ক হিসেবে ছিলেন এমএমসির যুব স্বেচ্ছাসবেক মোঃ জামাল হোসেন (হৃদয়), এনসিটিএফ এর কেন্দ্রিয় যুব স্বেচ্ছাসেবক সুমনা ইসলাম শিল্পী। প্রশিক্ষণে অংশগ্রহণকারী জেলাসমূহ হচ্ছে ঢাকা, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, টাঙ্গাইল, গাজীপুর, ফরিদপুর, জামালপুর, শরিয়তপুর, রাজবাড়ী। উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা প্রত্যক্ষ ভোটে ২ জন বিভাগীয় প্রতিনিধি নির্বাচিত করে তারা হলো ঢাকা জেলার রমজান এবং রাজবাড়ী জেলার প্রভা। জেলা শিশু প্রতিনিধি হিসেবে যারা যারা থাকছেন, মাহিদুর রহমান (মানিকগঞ্জ), মুহিব (মাদারীপুর), রোমা (গোপালগঞ্জ), সাকিব (টাঙ্গাইল), অলি (গাজীপুর), আনিকা (ফরিদপুর), রমজান (ঢাকা), স্বরন (জামালপুর), ঝুমুর (শরিয়তপুর), অরিত্র (রাজবাড়ী) -মোঃ জামাল হোসেন (হৃদয়)।।