Posts

সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা করল এনসিটিএফ বগুড়া।

dgdhgঅমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) বগুড়ার উদ্যোগে সুবিধা বঞ্চিত পথ শিশুদের জন্য বগুড়া রেল স্টেশনে এক চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। শনিবার সকাল ১০টায় শুরু হওয়া এই ব্যতিক্রমী প্রতিযোগিতায় অংশ নেয় শতাধিক ছিন্নমূল শিশু। এদের অধিকাংশই বিভিন্ন দোকানে, রাস্তায় কাজ করে বা ভিক্ষা করে। এসব শিশু তাদের মনের ভেতরের কল্পনাগুলোকে রঙিন করে ফুটিয়ে তোলে সাদা কাগজের উপর। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বিশিষ্ট শিশু সংগঠক ও দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য শংকর, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র এডিপি ম্যানেজার লোটাস চিসিম, প্রগ্রেস গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান এবং বগুড়া রেলওয়ে স্টেশন মাস্টার নজরুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া এনসিটিএফ সভাপতি জাওয়াদুল করিম জীসান, কার্যনির্বাহী কমিটির সদস্য রাকিবুল হাসান, স্বর্ণা, পুষ্প, সামি, সেতু, রিমকি,আবিদ, এশা প্রমুখ।এই প্রতিযোগিতায় রংপেন্সিল ও উপকরণগুলো এনসিটিএফ কমিটি মেম্বারদের নিজস্ব অর্থায়নে সরবরাহ করা হয়। এরপর শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। উল্লেখ্য যে, বগুড়ায় ২য় বারের মত এমন আয়োজন করল এনসিটিএফ বগুড়া।