Posts

Human Chain of NCTF to protect Children

12032426_760574737382412_957496156_n

To ensure child safety and protect them NCTF organized a Human Chain on 21st September at Chadgaon in Chittagong Division and with the support of ODEB and World Vision a meeting held on Child protection and safety issue.

NCTF Member of child parliament Sahariar Tamim Sourov raise voice regarding the most recent child abuse and torturing incident happening around Chittagong.

The chief guest Jobayda Nargis (Mayor) said that Government is aware about child safety issue. And for protect children they will consider the claim and proposal of NCTF members.


শিশু নির্যাতনের প্রতিবাদে ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করার দাবিতে এনসিটিএফ এর মানব বন্ধন ও আলোচনা সভা

12047701_760574650715754_2049016042_n

শাহরিয়ার তামিম সৌরভ: সারাদেশে শিশু হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও আলোচনা সভা জেলা এনসিটিএফ এর উদ্যোগে এবং ওয়ার্ল্ড ভিশন ও ওডেব এর যৌথ সহযোগিতায় গত ২১ সেপ্টেম্বর রোজ সোমবার সকাল ১০ ঘাটিকার সময় চট্টগ্রাম নগরীর পুরাতন চান্দঁগাও থানা এলাকায় অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে শাহরিয়ার তামিম সৌরভের সঞ্চালনায় ও মো:ওসমান এর সভাপতিত্বে উক্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাবা জোবাইদা নার্গিস খান, প্যানেল মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইফুদ্দিন খালেদ সাইফু কাউন্সিলর ৪নং ওয়ার্ড। আরও উপস্থিত ছিলেন আহাসানউল্লাহ হাসান, ক্রিষ্টপর খুইয়্যা ও মো: মাসুম।

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানের মেয়র জোবাইদা নার্গিস বলেন, শিশুদের সুরক্ষায় সরকার খুবই সচেতন। শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করছি আর এনসিটিএফ চট্টগ্রাম জেলার সকল সদস্যদের আমার সর্বাত্মক সহযোগিতা থাকবে। তাদের সকল অভিযোগ-পরার্মশ আমরা গুরুত্বের সাথে বিবেচনা করব।

বিশেষ অতিথির বক্তব্যে সাইফুল খালেদ বলেন এনসিটিএফ এর এই ধরণের আয়োজনে আমি খুবই আনন্দিত। শিশুদের সুরক্ষায় আমরা সর্বোচ্চ সচেষ্ট থাকব। ভবিষ্যতে যাতে আর কোনো শিশুকে নির্যাতনের সম্মুখীন হতে না হয় আমরা সেদিকে সজাগ দৃষ্টি রাখব।

এনসিটিএফ শিশু সংশদ সদস্য শাহরিয়ার তামিম সৌরভ বলেন, সম্প্রতিকালে ঘটে যাওয়া এইসব শিশু নির্যাতনের ঘটনায় আমরা চট্টগ্রাম জেলা এনসিটিএফ কমিটি,৪নং ও ১৮নং ওয়ার্ড এনসিটিএফ কমিটি সহ বাংলাদেশের শিশুরা খুবই মর্মাহত।কী অপরাধ ছিল এদের ? যার জন্য এদের হত্যাসহ বিভ্ন্নি অমানবিক নির্যাতনের সম্মুখীন হতে হয়েছে? শিশু অধিকার লংঘনের এ বিষয়টি আমাদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা এই সব অপরাধের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে নীতি নির্ধারকদের প্রতি অনুরোধ জানাচ্ছি ।

উক্ত আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উম্মে খায়রন, শর্মী, হ্যাপী, তানাজিয়া নওরিন, রাকিব, তাহমিনা, চৈতি বিশ্বাস মৌমিতা ঘোষ, বৃষ্টি, সহ প্রমুখ।

এদিকে আলোচনা সভা শেষে এনসিটিএফ জেলা কমিটি ৪নং ও ১৮নং ওয়ার্ড কমিটি চট্টগ্রাম জেলা প্রশাসক জনাব মেজবাহ উদ্দিন এর নিকট একটি স্মারকলিপি প্রদান করে।

এনসিটিএফ জেলা ভলান্টিয়ার আহসান উল্লাহ হাসান জানান, ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) একটি জাতীয় পর্যায়ের শিশু সংগঠন যা ৬৪ জেলা কমিটির মাধ্যমে সারাদেশে শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং করে সমস্যা সমাধানের সুপারিশসমূহ স্থানীয় ও জাতীয় পর্যায়ে তুলে ধরে স্থানীয় ও জাতীয় পর্যায়ের নীতিনির্ধারকদের কাছ থেকে সবসমসয় সহযোগিতা পেয়ে আসছে। আশা করি শিশুদের এ বিষয়টির একটি সুন্দর সমাধান পাবে।

 

12006131_959441557450863_4570545867731630285_n

উক্ত মানববন্ধন ও আলোচনা সভায় এনসিটিএফ জেলা কমিটি ৪নং ও ১৮নং ওয়ার্ড এনসিটিএফ কমিটির সদস্যরা অংশগ্রহণ করে।

শিশু অধিকার নিশ্চিত এবং শিশুশ্রম হ্রাস করতে সকলকে একযোগে কাজ করতে হবে

ফরিদা চৌধুরী হ্যাপী: চট্টগ্রাম জেলা প্রশাসনের সার্বিক পৃষ্ঠপোষকতায়, চাইল্ড রাইটস এ্যাডভোকেসি কোয়ালিশন, বাংলাদেশ এর আয়োজনে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের শিশু শ্রম হ্রাসকরণ প্রকল্প ও কর্ণফুলি আরবান এডিপি এর সহযোগীতায় আজ চট্টগ্রামের স্থানীয় একটি হোটেলে শিশু অধিকার সনদের ঐচ্ছিক চুক্তি (Optional Protocol 3) বিষয়ক মতবিনিময় কর্মশালায়IMG_2795 বক্তাগণ উপরোক্ত মতামত প্রদান করেন। উক্ত মত বিনিময় সভায় চট্টগ্রামে সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, শিক্ষক, ওয়ার্ড কাউন্সিলর, ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এন.সি.টি.এফ),  শিশু ফোরামর সদস্য, উন্নয়নকর্মী, অভিভাবক,  ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার কর্মী সহ মোট ৭২ জন  প্রতিনিধি আংশ গ্রহন করেন। বিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তাহমিনা বেগম এনডিসি, যুগ্ম সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  জনাব  আব্দুল জলিল।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ন্যাশনাল চাইল্ড প্রোটেশশন কো অর্ডিনেটর তানজিনা আক্তার শুরুতেই এই কর্মশালার উদ্দেশ্য বর্ণনা করেন। জনাব  আব্দুল জলিল তার বক্তব্যে বলেন “শিশুরাই আমাদের দেশের ভবিষ্যৎ। শিশু অধিকার নিশ্চিত এবং শিশুশ্রম হ্রাস করতে হলে সকলকে এই বিষয়টি উপলব্ধি করতে হবে এবং সকলকে একযোগে কাজ করতে হবে”।

IMG_2783

সেভ দ্যা চিল্ড্রেন এর ম্যানেজার মামুনুর রশিদ পরবর্তীতে অপশনাল প্রোটোকল, এর প্রয়োজনীয়তা বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। উপস্থিত অংশগ্রহণকারীদের মধ্যে ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী উৎপল বড়ুয়া, ইলমার প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারু, অপরাজেয় বাংলাদেশের শিশুশ্রম হ্রাসকরণ প্রকল্পের প্রকল্প কর্মকর্তা জনাব মাহবুবুল আলম ও  চাইল্ড পার্লামেন্ট মেম্বার শাহরিয়ার তামিম সৌরভ জানান, জাতীয় শিশু আইন-২০১৩ বাস্তবায়নের মাধ্যমে অপশনাল প্রোটোকল-৩ এ স্বাক্ষর করার জন্য ইতিবাচক মতামত প্রদান করেন। ওয়ার্ড কাউন্সিলর আনজুমান আরা বেগম ও তারেক সোলায়মান সেলিম শিশুদের সর্বোত্তম স্বার্থ নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করার জন্য  আহবান করেন। বিশেষ অতিথি তাহমিনা বেগম তার বক্তব্যে জানান, সরকার অপশনাল প্রোটোকল-৩ এ স্বাক্ষর করবে কিনা এই বিষয়ে মতামত জানতে বিভাগীয় পর্যায়ে  এই ধরনের কর্মশালা হচ্ছে। সকলের মতামত নিয়ে সরকার অপশনাল প্রোটোকল-৩ এ স্বাক্ষর করার বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করবে। তিনি আরো জানান, সরকার শিশুদের সুরক্ষার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এবং ধারাবাহিকভাবে এই ধরনের কার্যক্রমে চলমান থাকবে।